শিরোনাম
ছলচাতুরি করে টিকতে পারবেন না, প্রধানমন্ত্রীকে মান্না
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৮, ২০:৫৭
ছলচাতুরি করে টিকতে পারবেন না, প্রধানমন্ত্রীকে মান্না
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

'নাগরিক ঐক্য'র আহবায়ক ও 'জাতীয় ঐক্যফ্রন্ট'র নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, 'আমরা যদি আলোচনায় সমস্যার সমাধান করতে পারি, তাহলে আন্দোলনে যাওয়া লাগবে না। কিন্তু আলোচনা হবে না বলে ছলচাতুরি করে ক্ষমতায় টিকে থাকবেন, তা হবে না। যদি মনে করেন, গতবারের মতো নির্বাচন করে পার পেয়ে যাবেন তবে মনে রাখেন, এবার কোনও পথ পাবেন না। এবার সবক্ষেত্রে লড়াইয়ের মোকাবিলা করে যেতে হবে আপনাদের।'


রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে 'গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন: প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


আগামী মঙ্গলবারের সমাবেশে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, 'প্রধানমন্ত্রী শুনে রাখুন- ৬ তারিখের জনসভায় আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো। কিন্তু আন্দোলন মানে সহিংসতা নয়, ভাঙচুর নয়।'


মান্না বলেন, বিচার করবেন প্রধানমন্ত্রী, রায়ও দেবেন তিনি। আবার বলবেন তালগাছ আমার। আর আমরা বসে থাকবো? আমরা তালগাছ চাই না। একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন চাই। এজন্য কঠোর কোনো কর্মসূচি না দিয়ে আলোচনার জন্য বসেছি।


তিনি বলেন, আমরা সন্ত্রাস, লুপপাটের কথা আনিনি, যৌক্তিক দাবি এনেছিলাম। কিন্তু আলোচনায় আমাদের কোনো দাবি মানা হয়নি। আপনি বিচার করবেন, রায় দেবেন আবার বলবেন তালগাছ আমার। আমাদের সেটা মানতে হবে?


খোলামেলা আলোচনা করার ইচ্ছা প্রকাশ করে মান্না বলেন, 'দেশের সবাই জানুক আমাদের মধ্যে কী আলোচনা হয়েছে, কী আলোচনা হচ্ছে। আগেও বলেছি এখনও বলছি- একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। এটা আপনাকেই করতে হবে।'


ঐক্যফ্রন্টের শীর্ষ এই নেতা বলেন, 'কিছুই করি নাই, তাতেই তাদের যে অবস্থা, কিছু করলে কী হবে? সন্ত্রাস কাকে বলে, তা আপনারা করছেন। গুম-খুনের ইতিহাস আপনাদের সবচেয়ে বেশি। এইসব পথ বাদ দিয়ে একটা সুষ্ঠু সুন্দর পথে আসুন।'


'জাতীয় মানবাধিকার আন্দোলন' শীর্ষক সংগঠনের ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান এবং মহাসচিব খন্দকার মো. মহিউদ্দিন মাহি সঞ্চালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তাসমিন রানা, জাগপা'র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সদস্য আল রাশেদ প্রধান, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আল আমিন, কাজী জাফর আল-মামুন, ফাতেমাতুজ জোহরা মিতু, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান খান, 'আদর্শ নাগরিক আন্দোলন'র সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি পাঠান আজহার উদ্দিন প্রিন্স, মো. দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. সাইফুল ইসলাম মজুমদার প্রমুখ।



এছাড়া সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উজ্জল আহম্মেদ পাপ্পু, প্রচার সম্পাদক মো. সালাহ উদ্দিন সাকিব, সহ-দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার রাকিব রহমান নিরব, সহ-অর্থ সম্পাদক তন্ময় হাসান লিমন, সহ-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com