শিরোনাম
সংলাপে আবারো বসতে চান ড. কামাল
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৮, ২১:৪১
সংলাপে আবারো বসতে চান ড. কামাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সংলাপে আবার বসার ইচ্ছার কথা জানিয়েছেন 'জাতীয় ঐক্যফ্রন্ট'র আহবায়ক ড. কামাল হোসেন। তিনি বলেছেন, সংবিধানকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনা করলে সমস্যার সমাধান হওয়া সম্ভব। একদিনেই সব সমস্যার সমাধান হওয়া সম্ভব না।


জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।


সভার শুরুতেই ড. কামাল হোসেন কথা বলেন গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর নেতৃত্বাধীন জোটের সংলাপ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে। তিনি বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধানে আলোকেই বর্তমান রাজনৈতিক সংকট সমাধান সম্ভব। ঐক্যবদ্ধভাবে বসলে, মন খুলে যদি আমরা আলোচনা করি, যে লক্ষ্য গুলো সংবিধানে আছে তা সেটাকে আনতে হবে; যে এ লক্ষ্যগুলো আমরা অর্জন করব। এখানে ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীস্বার্থ, পরিবারের স্বার্থ না জাতির স্বার্থ, জনগণের স্বার্থ; এর ভিত্তিতে সব কিছু করা যায়।


ড. কামাল বলেন, ‘এ প্রক্রিয়ার মধ্যে লক্ষ্য করছি যেসব ব্যাপারকে লক্ষ্য করে আমরা দাবি করছি আমরা তো মনে করি এর বিপক্ষে কিছু দাঁড়িয়ে বলা কঠিন।’


অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ড. কামাল বলেন, ‘বর্তমান সংবিধানেই উল্লেখ আছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সরকারের সাংবিধানিক দায়িত্ব।’



ড. কামাল হোসেন বলেন, ‘সংলাপের প্রস্তাব দিয়ে আমরা সেখানে গিয়েছিলাম। এ কথা আমরা বলেছি আমরা সবাই স্বাধীনতার পক্ষের লোক, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। অর্থাৎ আমরা উনার কাছে যেটা চাই যে আপনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করেন। এখানে কোনো দুই নম্বরীর সুযোগ যেন কেউ না পায়। অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করেন। এটা সবারই মৌলিক অধিকার। আমরা অবশ্যই সেটা ভোগ করতে চাই।’


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com