শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের সংলাপ ৫ নভেম্বর
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ০৯:৫২
প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের সংলাপ ৫ নভেম্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির সংলাপ আগামী ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।


সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ২০ সদস্যের একটি দল এই সংলাপে অংশ নেবেন।


আওয়ামী লীগের দফতর সম্পাদ ড. আবদুস সোবহান গোলাপ এবং তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বুধবার রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সংলাপের আমন্ত্রণ পত্র এরশাদের কাছে হস্তান্তর করেন।


জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতে এ কথা জানানো হয়েছে।


এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল। জাতীয় পার্টি নির্বাচনে গেলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে।


এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com