শিরোনাম
খালেদার সাজার প্রতিবাদে বিএনপির মানববন্ধন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৮, ১২:০৩
খালেদার সাজার প্রতিবাদে বিএনপির মানববন্ধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধি, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি মানববন্ধন করেছে।


বুধবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিএনপি ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।


১১টা থেকে মানববন্ধন শুরু হলেও সকাল ১০টার আগেই ব্যানার নিয়ে অনেক নেতাকর্মী খণ্ড খণ্ডভাবে প্রেসক্লাবের সামনের সড়কে জড়ো হন।


‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘ফরমায়েসি রায় মানি না মানব না’- ইত্যাদি স্লোগান দেন তারা।


মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, রুহুল আলম চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেনম চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।


এদিকে প্রেসক্লাব ও এর আশেপাশে নেতাকর্মীদের অবস্থানের ফলে হাইকোর্টের কদম ফোয়ারার মোড় থেকে পল্টন পর্যন্ত রাস্তার একপাশে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।


মানববন্ধন ঘিরে প্রেসক্লাব ও এ আশপাশের এলাকায় বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।


মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল রায়ে খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছে হাইকোর্টে। তার আগের দিন সোমবার জিয়া চ্যারিটিবল ট্রাস্ট মামলার রায়ে ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।


আর এ মাসেই ২১ অগাস্ট গ্রেনেড মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের যাবজ্জীবন সাজার রায় এসেছে।


নয়াপল্টনে দলের কার্যালয়ে সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী রায়ের প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বিক্ষোভ করে দলটি। এছাড়া আজ সারা দেশে মানববন্ধন, আগামীকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি।


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com