শিরোনাম
'রায়ের পর সংলাপের সফলতা নিয়ে সংশয়ে বিএনপি'
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৮, ১৬:০২
'রায়ের পর সংলাপের সফলতা নিয়ে সংশয়ে বিএনপি'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হাইকোর্টে খালেদা জিয়ার ১০ বছরের সাজার রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি। রায়ে বিস্ময় প্রকাশ করে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের হতে যাওয়া সংলাপের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রায় ঘোষণার পর মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিলের রায়ের পর সংলাপ কতটুকু ফলপ্রসূ হবে, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।’


সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, ‘জিয়া অরফানেজ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। ওই মামলায় বিচারিক আদালতের রায়ে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। অথচ আপিলে সেই সাজা বাড়িয়ে ১০ বছর করে দেওয়া হয়েছে। এই রায় আমাদের পুরোপুরি স্তম্ভিত করেছে। বিস্মিত করেছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই রায় আমরা প্রত্যাখ্যান করছি। জনগণই এর বিচার করবে।’


মির্জা ফখরুল বলেন, ‘এই রায় আমাদের পুরোপুরিভাবে বিস্মিত করেছে, ম্তম্ভিত করেছে। তারা বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চায়, দেশনেত্রীকে নির্বাচনের বাইরে রাখতে চায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নির্বাচনের বাইরে রাখতে চায় এবং রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চায়। যেটা আমরা বারবার বলে এসেছি। এই যে রাজনৈতিক প্রতিহিংসা, আমার কাছে মনে হয়, এটা শুধু রাজনৈতিক প্রতিহিংসাই নয়, ব্যক্তিগত প্রতিহিংসাও এখানে কাজ করেছে। যে কারণে অসুস্থ, একেবারে চরমভাবে অসুস্থ দেশনেত্রী খালেদা জিয়াকে এই ধরনের সাজা প্রদান করা হয়েছে।’


রায়কে নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, ‘অস্বাভাবিক এই রায়ে সরকারি ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আদালতকে ব্যবহার করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করাই সরকারের উদ্দেশ্য। এতে একটা কথা পরিষ্কার হয়, সরকার অংশগ্রহণমূলক নির্বাচন করতে কোনোমতেই আগ্রহী নয়।’


জাতীয় ঐক্যফ্রন্টের বাকি শর্তগুলো সরকার মেনে নিলে নির্বাচনে যাবেন কি-না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘এটা নির্ভর করবে আমাদের (বিএনপি) আলোচনার পর।’


সংলাপে বিএনপির অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘অবস্থান হবে সাত দফা দাবি। একটাই অবস্থান। এর বাইরে কোনো অবস্থান নেই।’



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস ও আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন প্রমুখ।


এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেন। রায়ের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি বহাল রাখার সিদ্ধান্ত নেন তারা।


বিবার্তা/হাসান/কামরুল


আরও পড়ুন- অরফানেজ মামলায় খালেদার দণ্ড বেড়ে ১০ বছর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com