শিরোনাম
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য: মেনন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৮, ২২:৫৩
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য: মেনন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, 'নির্বাচন নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য। কারণ তারা ভালোভাবেই জানে যে, তাদের সাত দফা দাবি পূরণ হবার নয়। তারপরও এ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা।'


রবিবার বিকালে তালা উপজেলা চত্বরে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন।


রাশেদ খান মেনন বলেন, ক্ষমতার চাবিকাঠি ডাকাতদের হাতে জনগণ কোনো দিন তুলে দেবে না। বিএনপির মাথায় কাঁঠাল ভেঙে কোষ খাবার চেষ্টা করছে ড. কামাল, মান্না, রবসহ একটি চক্র। তাদের এ আশা কোনো দিন পূরণ হবে না।


মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন এগিয়ে চলেছে, সেটা নিজেদের দিকে তাকালেই বোঝা যায়। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। কৃষকদের উৎপাদিত ধান ও সবজি দেশেরে চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হচ্ছে। সাতক্ষীরার আম বিদেশ যাচ্ছে, ওষুধও রপ্তানি করা হচ্ছে।


মেনন বলেন, ডিজিটাল বাংলাদেশে এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন শোভা পাচ্ছে। স্থানীয় (তালা-কলারোয়া আসনের) সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বিগত ৫ বছর এলাকার উন্নয়নে সোচ্চার ছিলেন।


আগামী নির্বাচনেও মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১ আসনে (তালা-কলারোয়া) ১৪ দলের প্রার্থী হবেন বলে এ সময় ঘোষণা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।


তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক প্রভাষক সরদার রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। ওয়ার্কার্স পার্টির নেতা স্বপন কুমার শীলের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রীর পিআরও দীপংকর সাহা দীপু, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক সাবীর হোসেন এবং এড. ফাহিমুল হক কিসলু।


বিবার্তা/সেলিম/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com