শিরোনাম
সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর ইসি: রিজভী
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৮, ১৬:০৩
সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর ইসি: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন কতিপয় আত্মবিক্রয় করা লোকজনদের দ্বারা পরিচালিত হচ্ছে। সিইসি ও ইসি সচিব দুজনই আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নে সদা তৎপর।


রবিবার দুপুরে দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন সমস্ত শক্তি দিয়ে চিরদিনের জন্য জনগণের ভোটাধিকার হরণ করে সরকারের মনোবাঞ্ছা পূরণে নিরন্তর কাজ করছে।’


তিনি বলেন, ‘সিইসি খুলনায় বললেন, সীমিত আকারে ইভিএম ব্যবহার হবে। ইসি সচিব চট্টগ্রামে বললেন, প্রাথমিক পর্যায়ে ৮৪ হাজার ইভিএম কিনবে কমিশন। এগুলো নাকি শহর এলাকায় ব্যবহার করা হবে। আবার রংপুরে নির্বাচন কমিশনার কবিতা খানম বললেন, ইভিএম ব্যবহার করা হবে কি না, তা এখনো অনিশ্চিত। আসলে একটি ভোটারবিহীন নির্বাচন করার জন্য ভোটারদের গোলকধাঁধার মধ্যে ফেলতে কমিশনের কর্তাব্যক্তিরা সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন।’


বিএনপি নেতার অভিযোগ, ‘আসলে নির্বাচনের আগে ক্ষমতাসীনদের কিছু লোকের পকেট ভারী করার জন্য তিন হাজার ৮২৫ কোটি টাকা দিয়ে সারা দুনিয়ায় ধিক্কৃত ও বিতর্কিত ইভিএম মেশিন কেনা হবে।’



২০০৬ থেকে এখন পর্যন্ত 'আওয়ামী সন্ত্রাসে'র ছোবলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যা-গুমের শিকার হয়েছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, এসব চরম মানবতাবিরোধী অপরাধ। এ জন্য আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন হতে হবে।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com