শিরোনাম
‘৭ দফা না মেনে তফসিল ঘোষণা হলে ঝড় উঠবে’
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৮, ১৬:০৮
‘৭ দফা না মেনে তফসিল ঘোষণা হলে ঝড় উঠবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি না মেনে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে সারা দেশে প্রতিবাদের ‘ঝড় উঠবে’।


শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে তারেক রহমানের সাজা বাতিল এবং খালেদা জিয়া, হাবিবউন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, মামুন হাসান, ইসহাক সরকার, রবিউল ইসলাম নয়নের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, যদি আমাদের দাবি না মেনে তফসিল ঘোষণা করেন, তাহলে বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠবে। সেই ঝড়েই ইনশাল্লাহ আমরা আবার একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার ব্যবস্থা করতে সক্ষম হব।


ডিসেম্বরে নির্বাচন আয়োজনে নভেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করতে চায় ইসি। ৭ দফা নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপের আহ্বান জানালেও তাতে কোনো সাড়া দেয়নি সরকার।


মওদুদ বলেন, জাতীয় ঐক্য ছাড়া একটি স্বৈরাচারী সরকারকে অপসারণ করা সম্ভবপর না। এই ঐক্যের মাধ্যমেই বর্তমান সরকারের ষড়যন্ত্র নস্যাৎ হবে।


বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু তৃণমূল নয়, শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধেও গায়েবি মামলা দেয়া হয়েছে। আমিসহ আমাদের মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতারাও রয়েছেন। এটা পরিকল্পিতভাবে সরকার করছে।


বিএনপির এ নেতা বলেন, তারা বুঝতে পেরেছে কোনো রকমের একটা সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বিপুল ভোটে পরাজিত হবে। সেজন্য তারা বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতারের নতুন পরিকল্পনা নিয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি মতো নির্বাচন করতে চাইলে সরকার ‘ভুল’ করবে বলেও হুঁশিয়ার করেন তিনি।


সংগঠনের আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছীন আলী, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মীর হোসেন মীরু, ছাত্রদলের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com