শিরোনাম
মইনুলের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ১৯:০৬
মইনুলের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য সুমনা আক্তার লিলি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


সুমনা আক্তার লিলি বিবার্তাকে জানান, বেসরকারি টেলিভিশন চ্যানেলে নারী সাংবাদিককে অসম্মানজনক ও আপত্তিকর কথা বলায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(ক) ও ২৯ ধারায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে তিনি এ মামলা করেছেন।


তিনি আরো বলেন, গত ১৬ অক্টোবর রাত ১১টা থেকে ১টা পর্যন্ত ৭১ টেভিতে টকশো দেখছিলাম আমি। ওই সময় সাংবাদিক মাসুদা ভাট্টি ব্যারিস্টার মইনুল হোসেনকে কয়েকটি প্রশ্ন করেন। এর মধ্যে একটি প্রশ্নের জবাবে মইনুল হোসেন মাসুদা ভাট্টির চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। এরপর ১৮ অক্টোবর নিউ নেশন পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি সুক্ষভাবে আবারো মাসুদা ভাট্টির চরিত্র নিয়ে বিবৃতি দেন। এরপর গত ২১ অক্টোবর আবারো তিনি মাসুদা ভাট্টিকে ‘বাজে মহিলা’ আখ্যায়িত করেন। তিনি পুরো নারী জাতিকে অপমান করেছেন। নারী হিসেবে আমি অপমানিত বোধ করেছি। যে কারণে মামলা করেছি।


এছাড়া ওইদিন সোমবার রব মজুমদার নামে এক ব্যক্তির সাথে মইনুলের ফোনালাপের রেকর্ড ফাঁস হয়ে গেলে বিষয়টি জানা যায়। ওই ফোনালাপে তিনি সাংবাদিক মাসুদা ভাট্টিকে ইঙ্গিত করে বলেন এমন ‘বাজে মাহিলা’ আমি আর দেখিনি।


ফেসবুক আইডি সূত্রে জানা যাচ্ছে, রব মজুমদার এক সময় মইনুল হোসেনের মালিকানাধীন দি নিউ নেশন পত্রিকার বিশেষ প্রতিনিধি ছিলেন। বর্তমানে তিনি সিকিউরিটি ওয়ার্ল্ড নামে একটা প্রতিষ্ঠানের এডিটর।


এ দু’জনের মধ্যে আরো কিছু কথা হয়। যা বিবার্তার পাঠকদের জন্য তুলে ধরা হলো-


মজুমদার : কেমন আছেন স্যার আপনি?


মইনুল : আছি, জেলের ভাত কয়েকদিন খেতে হবে আমাকে। সে জন্য রেডি হচ্ছি। আজকে তো বেইল নিয়ে আসলাম, কেইস করছে ২টা, আরো ১টা নাকি করছে। মামলা-কামলা দিয়ে কি এরা, মামলা-কামলার নামই তো রাজনীতি। ঠিক আছে, করুক দেখি। সবচেয়ে বড় কথা হলো যে, এই মেয়েটার পক্ষে ৫ শতাংশ লোক, আর ৯৫ শতাংশ লোক আমার পক্ষে। প্রথম আলো একটা সার্ভে উঠাইছে। একটা মেয়েলোক যে এতো বাজে হতে পারে আমি তা জানতাম না।


মজুমদার : আরেকটা নিউজ স্যার, এটা একটা রিউমার উঠেছে যে, আপনি আর কামাল হোসেন লন্ডনে যাচ্ছেন তারেকের সাথে মিটিং কররার জন্য।


মইনুল : বাদ দেন। আমাদের মিটিং তারেকের সাথে আমরা মিটিংয়ে যাবো? এরা কোথাকার ছাগল? আমরা তারেকের নেতৃত্ব ধ্বংস করার জন্যই ড. কামালকে আনছি।


মজুমদার : জি, ভালো থাকেন স্যার...।


ডিজিটাল আইনে মামলা দয়ের করার পর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আস সামশ জগলুল হোসেনের আদালতে মামলাটির শুনানি হয়। বাদীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী নজিবুল্লাহ হিরু ও রাশিদা চৌধুরী। শুনানি শেষে বিচারক পরে আদেশ দেবেন বলে জানান।


সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে ব্যারিস্টার মইনুল সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’বলে কটূক্তি করেন। তার এ অশালীন মন্তব্যে সারাদেশে সমালোচনার ঝড় বইছে। রাজধানীর শাহবাগে গৌরব’৭১ নামে একটি সংগঠন মানবন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে। যাতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নিন্দা জানিয়েছেন।


বিবার্তা/মৌসুমী/কাফী



সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com