শিরোনাম
‘জোট করে নির্বাচন ঠেকানো যাবে না’
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ১৮:১২
‘জোট করে নির্বাচন ঠেকানো যাবে না’
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কেউ কেউ বিভিন্ন জোট করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। তবে এতে আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এ সকল জোট করে নির্বাচন ঠেকানোও যাবে না।


আজ রবিবার দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়নের দেওয়ানেরচর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত আরব আলী একাডেমিক ভবন এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোকচিত্রের স্থায়ী গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আইএস ও জঙ্গির মতো ভূত আমাদের উপর চাপিয়ে দিতে চেষ্টা চালানো হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ ভূত আমরা তাড়াতে সক্ষম হয়েছি। আমরা আর কোনো ভুল করতে চাই না, শেখ হাসিনা ছাড়া আর বাংলাদেশ অন্ধকারাচ্ছন্ন হতে দেওয়া হবে না। আমারা দুর্নীতিতে আর চ্যাম্পিয়ন হতে চাই না।


প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতি সব কিছু পেয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, আমাদের নতুন প্রজন্মরা পৃথিবীর সাথে টক্কর দিয়ে চলার পাশাপাশি বলতে পারবে আমার কারো দান-দক্ষিণায় চলি না। আমাদের বাংলাদেশ আজকে উন্নত বাংলাদেশে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্ম নিশ্চয়ই ভুল করবে না। আর কোনো ষড়যন্ত্রের শিকারও হবেন না।


বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী অহিদুল হক আসলাম সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।


এ সময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com