শিরোনাম
অনশনকারীর সাথে ছাত্রলীগের একাত্মতা প্রকাশ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১২:১৪
অনশনকারীর সাথে ছাত্রলীগের একাত্মতা প্রকাশ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ফাঁস হওয়া প্রশ্নের ভর্তি পরীক্ষার ফল বাতিল ও পুনঃপরীক্ষা নেওয়ার দাবিতে মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসেছেন আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্র আখতার হোসেন। তার সাথে একাত্মতা প্রকাশ করেছে ছাত্রলীগ।


বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আখতারের সাথে দেখা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি। এ সময় আখতারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। তাকে যে কোনো ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।


গোলাম রাব্বানি বলেন, ছাত্রলীগ সব সময় ন্যায়ের পাশে থাকবে। তাতে কেউ যদি বিব্রত হয়, তাতে কিছু যায় আসে না।


এদিকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনও গতরাতে আখতারের সাথে দেখা করে তাকে সকল সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।


ছাত্রলীগ নেতাদের কাছে আখতার হোসেন বলেন, 'আমি ঢাবির 'ঘ' ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে এখানে বসেছি। যে প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে, সেটা ফাঁস হওয়া প্রশ্ন। ফাঁস হওয়া প্রশ্নে নতুন শিক্ষার্থী ভর্তি হবে, এটা আমি মেনে নিতে পারি না।'


আখতার আরো বলেন, 'আমি বিবেকের জায়গা থেকে বলব- পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণ করা হোক। প্রকৃত মেধাবীদের মেধার মূল্যায়ন করা হোক।'


আইন বিভাগের তৃতীয় বর্ষের এ শিক্ষার্থী বলেন, আমার তিন দফা দাবি রয়েছে। সেগুলো হলো-


১. প্রশ্নপত্রের নিরাপত্তা দিতে হবে।


২. এ পর্যন্ত যারা জালিয়াতি করে ভর্তি হয়েছে, তাদের সবাইকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।


৩. প্রশ্নফাঁসের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।


উল্লেখ্য, গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যলয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। অনুষ্ঠিত এ পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার ৭২টি প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। যার প্রমাণ সাংবাদিকদের কাছে রয়েছে।



তবে, এ অভিযোগ প্রাথমিকভাবে সরাসরি অস্বীকার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তারা বিষয়টি তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করেছে। আর এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে অনশনে বসেছেন এ শিক্ষার্থী।



এদিকে এতো অভিযোগের পরেও তদন্ত শেষ হওয়ার আগেই গত মঙ্গলবার বিকালে 'ঘ' ইউনিটের ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


এদিকে, টানা তিন দিন অনশনে থাকায় অনেকটা দুর্বল হয়ে পড়েছেন আখতার হোসেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


বিবার্তা/রাসেল/কামরুল


আরও পড়ুন- প্রশ্নফাঁসের বিরুদ্ধে ছাত্রলীগের অবস্থান স্পষ্ট

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com