শিরোনাম
তারেককে ফেরত দিতে যুক্তরাজ্যকে অনুরোধ করা উচিত: জয়
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ১০:১৯
তারেককে ফেরত দিতে যুক্তরাজ্যকে অনুরোধ করা উচিত: জয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

২১ আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত দিতে সরকারের এখনই যুক্তরাজ্যকে অনুরোধ উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।


তিনি বলেন, তারেককে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে ইন্টারপোলের রেড নোটিশ জারির ব্যবস্থা করা উচিত সরকারের।


ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বুধবার রাতে এক পোস্টে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।


ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ১৮ আসামি পলাতক ছিলেন। তাদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন।


নিম্নে জয়ের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-



‘রাজাকার, যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের শাস্তি দিতে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হয়েছে, বিচারে লেগেছে ৪২ বছর। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের নৃশংস হামলায় আমার পরিবারের সদস্যদের হত্যার বিচার পেতে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হয়েছে, লেগেছে ৩৪ বছর।


আজ (বুধবার) ১৪ বছর পরে, আমার মা ও আইভি রহমানসহ আমার আরো অনেক কাছের মানুষদের হত্যার উদ্দেশ্যে চালানো ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার পেতে যাচ্ছি আমরা।


আমাদের সরকারের উচিত এখনই তারেক রহমানের নামে আবার নতুন করে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা, এবার খুন ও সন্ত্রাসবাদের জন্য। তাকে ফেরত দিতে যুক্তরাজ্যকে অনুরোধ করাও উচিত আমাদের।


যুক্তরাজ্যের সঙ্গে আমাদের কোনো বহিঃসমর্পণ চুক্তি নেই। কিন্তু জাতিসংঘ সনদ অনুযায়ী অন্য কোনো সদস্য দেশের অনুরোধে শাস্তিপ্রাপ্ত আসামিদের সমর্পণ করতে পারে। যুক্তরাজ্য সম্প্রতি চারজন সন্দেহভাজন আইএস সদস্যকে মৃত্যুদণ্ড হতে পারে জেনেও যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে।’


উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com