শিরোনাম
সমঝোতা করেও নির্বাচনকালীন সরকার গঠন সম্ভব: মওদুদ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫১
সমঝোতা করেও নির্বাচনকালীন সরকার গঠন সম্ভব: মওদুদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংবিধান সংশোধন না করেও সমঝোতার ভিত্তিতে নির্বচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। রবিবার লেবার পার্টির আলোচনা সভায় তিনি বলেছেন, 'আপনারা (সরকার) যদি বলেন সংবিধান সংশোধন করব না, দরকার নাই। সমঝোতার মাধ্যমে নির্বাচন হবে এবং তারপরে সেটার বৈধতা দেওয়া হবে আগামী সংসদে।'


মওদুদ আহমদ বলেন, 'একানব্বই সালে সংবিধানের বাইরে গিয়ে বিচারপতি সাহাবুদ্দিন আহমদকে দায়িত্ব দিয়ে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। জনগণের দাবি রক্ষা করতে গিয়ে সেটা করতে হয়েছে। এবারও তাই।'


সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বইকে 'ঐতিহাসিক' অভিহিত করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, 'অনেক কিছু লেখা আছে। সত্য কথা তিনি লিখেছেন। তিনি বলেছেন- দেশের উচ্চতর আদালতে রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে। দেশের প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগ করতে ও দেশ ছাড়তে বাধ্য করা হয়। ষোড়শ সংশোধনীর যে রায় তিনি দিয়েছেন এটা ঐতিহাসিক। এ রায় সরকার পছন্দ করে
নাই।


মানুষ কোনোদিন আওয়ামী লীগকে ক্ষমা করবে না মন্তব্য করে মওদুদ বলেন, 'ভবিষ্যতে জনগণের সরকার আসলে বিচার বিভাগের স্বাধীনতা আবার ফিরিয়ে আনা হবে।'


নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে লেবার পার্টির এই সংহতি সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর, সুর্প্রীমকোর্ট বারের সাবেক এ্যাসিসট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট সাইফুর রহমান, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মো. ফারুক রহমান, আমিনুল ইসলাম, তানভির হোসাইন, ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবির, অর্থ-সম্পাদক অ্যাডভোকেট আল আমিন, ঢাকা দক্ষিণ সহ-সভাপতি হাজী নাসির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সাদী, কেন্দ্রীয় সদস্য আশরাফ হোসেন, মো. রুম্মান সিকদার ও ছাত্রমিশনের সাধারণ সম্পাদক সৈয়দ মো. মিলন ও যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।


সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com