শিরোনাম
নিরপেক্ষ সরকারের দরকার নেই: কাদের
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৭
নিরপেক্ষ সরকারের দরকার নেই: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের কোনো দরকার নেই। তাদের (বিএনপি) প্রয়োজন হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। এজন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন।


রবিবার সকালে সচিবালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


দেশে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বিশেষ সরকারের প্রয়োজন? এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, নভেম্বরে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।


এ বিষয়ে তিনি আরো জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একই সঙ্গে নভেম্বরে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।


এ ছাড়াও সেতুমন্ত্রী বলেন, এখন সময় আছে এক মাস। এই সময়ে বিএনপি বা সহযোগিরা ঐক্য প্রক্রিয়া বা ঐক্য ফ্রন্ট যে দাবিই করুক না কেন, সে অনুযায়ী সরকার গঠন সংবিধান সম্মত হবে না।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com