শিরোনাম
অপকর্মের খেসারত দিচ্ছে বিএনপি: হানিফ
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৩
অপকর্মের খেসারত দিচ্ছে বিএনপি: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশে অসংখ্য মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, অপকর্ম করলে তার বিরুদ্ধে মামলা হবে, সুনির্দিষ্ট মামলার অভিযোগে শাস্তি হবে। আইনের থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি যে সমস্ত অপকর্ম করেছে তার খেসারত এখন দিতে হচ্ছে। তারা ভেবেছিলো মানুষ পুড়িয়ে হত্যা করে পার পাওয়া যাবে। বাংলাদেশে সেটা সম্ভব নয়।


শনিবার দুপুরে কুষ্টিয়া জিলা স্কুলে অনুষ্ঠিত 'মা সমাবেশে' যোগ দেয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মাহবুব উল আলম হানিফ বলেন, কোনো নিবন্ধনকৃত রাজনৈতিক দল পরপর দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে আইন অনুযায়ী তাদের নিবন্ধন বাতিল হয়ে যায়। সেটাই প্রধান নির্বাচন কমিশনার স্মরণ করে দিয়েছেন। এখানে ভয় দেখানোর কিছু নেই।


আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা আইন মেনে চলতে চায় না। সংবিধান কারো খেয়াল খুশি মতো কাটাছেড়া করার সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।


এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ইফতেখারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com