শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ব্যাপক প্রস্তুতি বিএনপির
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ব্যাপক প্রস্তুতি বিএনপির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জনসভা করার অনুমতি পেয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির নেতারা। এরই মধ্যে জনসভার মঞ্চ তৈরির কাজ হয়ে গেছে।


সার্বিক প্রস্তুতি দেখতে দুপুর দেড়টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাস্থল পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।


এদিকে রবিবারের জনসভা সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীদের অংশ নেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, কেরানীগঞ্জসহ অন্যান্য জেলার নেতাকর্মীদের জনসভায় অংশ নিতে দিকনির্দেশনা দিয়েছেন।



এছাড়া, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে প্রশাসন ও সরকারের সহযোগিতা কামনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


বিএনপির জন্য যেসব শর্ত দিয়েছে ডিএমপি


সমাবেশের জন্য বিএনপিকে বেশ কিছু শর্ত দিয়েছে ডিএমপি। সেগুলো হলো -


-আইনশৃঙ্খলা পরিপন্থী ও জনস্বার্থ, রাষ্ট্র ও জননিরাপত্তাবিরোধী কার্যকলাপ করা যাবে না।
-উসকানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না।
-ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না।
-সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।
-নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত কল্পে পর্যাপ্ত নিজস্ব স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে।
-স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলের অভ্যন্তরে ও বাইরে উন্নত রেজ্যুলেশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।
-নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি প্রবেশে গেটে আর্চওয়ে স্থাপন করতে হবে এবং জনসভায় আগতদের হ্যান্ড -মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিংয়ের ব্যবস্থা করতে হবে।
-নিজস্ব ব্যবস্থাপনায় ভিহিক্যাল স্ক্যানার/সার্চ মিররের মাধ্যমে জনসভাস্থলে আগত সব যানবাহন তল্লাশির ব্যবস্থা করতে হবে।
-নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখতে হবে।
-অনুমোদিত স্থানের বাইরে সাউন্ডবক্স ব্যবহার করা যাবে না।
-অনুমোদিত স্থানের বাইরে সমাবেশস্থলের বাইরে প্রজেকশন ব্যবহার করা যাবে না।
-অনুমোদিত স্থানের বাইরে, রাস্তায় বা ফুটপাটে কোথাও লোক সমবেত হওয়া যাবে না।
-আযান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীর সময় মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না।
-অনুমোদিত সমাবেশ ব্যতিত মঞ্চকে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।
-জনসভা শুরু করার দুই ঘণ্টা পূর্বে লোকজন সভাস্থলে আসতে পারবে।
-বিকাল ৫টার মধ্যে জনসভার যাবতীয় কার্যক্রম শেষ করতে হবে।
-অনুমোদিত সময়ের পূর্বে কিংবা পরে অনুমোদতি স্থানের আশপাশসহ রাস্তায় কোনো অবস্থাতেই সমবেত হওয়াসহ যান ও জন চলাচলে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
-কোনো ধরনের লাঠিসোটা/ব্যনার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড ব্যবহার করা যাবে না।
-মিছিল সহকারে জনসভাস্থলে আসা যাবে না।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com