শিরোনাম
উন্নয়নের নামে অনিয়ম করলে ছাড় নয়: কাদের
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২২
উন্নয়নের নামে অনিয়ম করলে ছাড় নয়: কাদের
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অনিয়ম আর দুর্নীতির ব্যাপারে নেতাকর্মীদের আবারো সতর্ক করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার নোয়াখালীতে দলীয় জনসভায় তিনি বলেছেন, 'আমি উন্নয়ন করব, তোমরা মানুষের সঙ্গে ভালো আচরণ করবে। যারা উন্নয়নের নামে অনিয়ম করবে আমি তাদেরকে ছাড় দেব না। অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেয়া হবে। তারা আমার সঙ্গে থাকতে পারবে না।'


দুপুরে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।


বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপির নাম হচ্ছে এখন বাংলাদেশ নালিশ পার্টি। তারা শুধু নালিশ করে, নালিশ ছাড়া আর কিছু করতে পারে না। নালিশ করতে করতে শেষ পর্যন্ত জাতিসংঘে গেছে। ... এরা জাতিসংঘের নামে ব্ল্যাকমেইল করে। জাতিসংঘ মহাসচিবের নাম ভাঙ্গিয়ে দেশে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এদের হাতে দেশ নিরাপদ না। এদের হাতে গণতন্ত্র, আইনের শাসন, ১৬ কোটি মানুষও নিরাপদ নয়। বিএনপির আন্দোলনে মরা গাঙ্গে জোয়ার আসবে না।'


ওবায়দুল কাদের বলেন, 'আন্দোলন এখন বেগম খালেদা জিয়ার ভ্যানেটিব্যাগের মধ্যে রয়েছে, তা-ও জেলখানায়। বেগম খালেদা জিয়া এত নেতা, এত মন্ত্রী বানিয়েছেন। বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছে, আন্দোলনের সময় এখন তারা কোথায়। আন্দোলনের জন্য ৫০০ নেতাকর্মী একসঙ্গে রাজপথে বের হতে পারে না। আন্দোলনে নেতা বের না হলে কর্মীরাও বের হয় না। নেতারা এসি রুমে বসে ইন্ডিয়ার হিন্দি সিরিয়াল দেখে।'


মওদুদ আহমদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, মওদুদ আহমদ ৪০ বছর ঢাকার গুলশানে একটি বাড়ি দখল করে রেখেছিল বিনা কাগজে। মরা মানুষের নামে ভুয়া সার্টিফিকেট দেখিয়ে ওই বাড়িটি দখল করে রেখেছিল। বাড়ি হারানোর পর মওদুদ সাহেব বলেন, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি এখন রাস্তায় পড়ে আছি, অথচ এখন দেখা যায় ঢাকা শহরে তার ৪টি বাড়ি রয়েছে। ব্যারিস্টার মওদুদ আহমদ ২২ বছর রাজত্ব করেছেন। আপনার বেল শেষ হয়ে গেছে, আপনার বেল আর আসবে না।


আগামীতে ক্ষমতায় আসলে আমার নির্বাচনী এলাকায় প্রধান সড়কগুলো ফোর লেন করা হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এ এলাকাকে নতুনভাবে মডেল করে সাজিয়ে তুলব। কোম্পানীগঞ্জে শেখ রাসেল নামে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এ এলাকায় ব্যারিস্টার মওদুদ আহমদ চোখে পড়ার মতো এমন কোনো উন্নয়ন করেনি। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ৭০ রজন কর্মজীবী নারীকে ৬০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।


এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রকৌশলীর অধিদফতরের ৭টি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ওবায়দুল কাদের।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com