শিরোনাম
সাহস থাকলে মাঠে আসুন, বিএনপিকে নাসিম
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৫
সাহস থাকলে মাঠে আসুন, বিএনপিকে নাসিম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে নির্বাচন হবে। দুনিয়ার কোনো শক্তি নেই সেই নির্বাচন বাতিল করার। সাহস থাকলে মাঠে আসুন, মাঠে হবে খেলা। মাঠ ছেড়ে পালাবেন না। না হলে খালি মাঠে গোল দেওয়া হবে।


আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নতুন করে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।


মোহাম্মদ নাসিম বলেন, ‘এই জুড়ীতে দাঁড়িয়ে বলে গেলাম, নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। এর কোনো ব্যত্যয় হবে না। সেই নির্বাচনে নৌকা প্রতীকের সবাই বিজয়ী হবে ইনশাআল্লাহ।’


বিএনপি-জামায়াতে ইসলামীর উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটা কথা বলি, জ্বালাও-পোড়াওয়ের কোনো চেষ্টা করবেন না, বিএনপি-জামায়াতের বন্ধুরা। শান্তিপূর্ণ নির্বাচন করুন। কেউ কারো গায়ে হাত দেবে না। যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, জ্বালাও-পোড়াও করেন, তাহলে মনে রাখবেন আইনশৃঙ্খলা বাহিনী আছে। এ ব্যাপারে কোনো খাতির করা হবে না। নির্বাচন করবেন, ভোট যাকে ইচ্ছা তাকে দেবেন, কারচুপি করার কোনো সুযোগ নাই।’


মোহাম্মদ নাসিম বলেন, ‘এই যে ক্যামেরা দেখছেন, ক্যামেরা কথা বলে। সারা বাংলাদেশে ক্যামেরা থাকবে, সাংবাদিক থাকবে, সবাই দেখবে কীভাবে ইলেকশন হচ্ছে। ভয় পান কেন? খেলা দেখে ভয় পেলে হবে না। আমরা এমন কোনো আইন করি না। ইলেকশন কমিশন যেভাবে বলবে তারা সেভাবে কাজ করবে। ভয় পান কেন? ইলেকশন হবে মাঠে। খেলা হবে মাঠে, ফেয়ারলি খেলা হবে মাঠে ইনশাআল্লাহ। যে জিতবে সে জিতবে। জনগণ যাকে ভোট দিবে সে জিতবে। ভয় পান কেন? নির্বাচন নিয়ে চক্রান্ত করবেন না, দয়া করে। যদি চক্রান্ত করেন, বাংলার মানুষ ক্ষমা করবে না কোনো দিন। নির্বাচন হবে, সুষ্ঠু হবে। জনগণ যাকে ভোট দেবে তাকে মেনে নেব।’


প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী পরে বড়লেখা উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট আরেকটি স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন।


জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আবদুল মতিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বদরুল ইসলাম।


বিবার্তা/শারমিন/শাহনাজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com