শিরোনাম
সড়ক আইন নিয়ে সরকার প্রতারণা করেছে: ফখরুল
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৮, ২১:৪৫
সড়ক আইন নিয়ে সরকার প্রতারণা করেছে: ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘সড়ক পরিবহন আইন নিয়ে সরকার শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে। কোটা আন্দোলনেও তারা প্রতারণা করেছে।’


ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সোমবার জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।


মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সড়ক পরিবহন আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার কথা বললেও সরকার সর্বোচ্চ সাজা পাঁচ বছর করে মন্ত্রিসভায় নতুন আইনের খসড়া অনুমোদন দিয়েছে। যা শিক্ষার্থীদের সাথে প্রতারণার শামিল।’


বিএনপির মহাসচিব আরো বলেন, ‘তারা এর আগে বলেছিল মৃত্যুদণ্ড থাকবে। কিন্তু সর্বোচ্চ এখন পাঁচ বছর আছে। সেজন্যই বলছি এরা প্রতারণা করে। কোটা আন্দোলনেও তারা প্রতারণা করেছে। এখনো তারা প্রতারণা করছে।’



বিএনপি মহাসচিব বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যের কথা আমাদের সন্তানরা আজকে নিরাপদ নয়। গত দুদিন ধরে তাদের ওপর যে সরকারি দলের ছাত্র সংগঠন, তাদের পেটোয়া বাহিনী তাদের সন্ত্রাসীরা ছাত্রদের ওপর নির্মমভাবে অত্যাচার নির্যাতন করেছে। শুধু ছাত্র না সাংবাদিকদেরও তারা রেহাই দেয়নি। এটা নজিরবিহীন।’


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com