শিরোনাম
‘এরপরও শিক্ষার্থীদের রাজপথে থাকা অমঙ্গলকর’
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ১৬:৪৩
‘এরপরও শিক্ষার্থীদের রাজপথে থাকা অমঙ্গলকর’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শিক্ষার্থীদের অবিলম্বে রাজপথ ছেড়ে ঘরে ও ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এরপরও তারা (শিক্ষার্থীরা) রাজপথে অবস্থান করলে- কারো জন্য মঙ্গলকর কিছু হবে না।


রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃবিতে এই অনুরোধ করেন জাপা চেয়ারম্যান এরশাদ।


শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক দলের এক নেতার উস্কানিমূলক বক্তব্য শুনেছি- অনেক গুজব শুনেছি। সুতরাং শিক্ষার্থীদের সেসব উস্কানি বা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হওয়া ঠিক হবে না। ছাত্র আন্দোলনকে পুঁজি করে স্বার্থান্বেষী মহল যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে।


জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, আমার বিশ্বাস- এই নতুন প্রজন্ম আগামী দিনে দেশের দায়িত্ব গ্রহণ করে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। দাবি মেনে নেয়ার আশ্বাসের পর আর তাদের রাস্তায় থাকা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করা ঠিক হবে না। ছাত্র-ছাত্রীরা অনেক শিক্ষা দিয়েছে। এখন যার যে কাজ তাকেই তা করতে দিতে হবে।


কোনোভাবে এই আন্দোলন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলে- মূল আন্দোলনের মাহাত্মটাই বিলীন হবে বলেও মনে করেন এরশাদ।


অভিভাবকদের উদ্দেশে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আপনারা আপনাদের সন্তানকে ঘরে ফিরিয়ে নিন এবং তাদের ক্লাসে পাঠান।


ছাত্র আন্দোলনকে অজুহাত করে যে পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে, তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com