শিরোনাম
'শিক্ষার্থীদের ওপর হামলার পরিণাম ভালো হবে না'
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১৭:৪৩
'শিক্ষার্থীদের ওপর হামলার পরিণাম ভালো হবে না'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি'র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘যদি আওয়ামী লীগ কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা করে তাহলে জনগণ ও অভিভাবকরা তাদের ক্ষমা করবে না, এর পরিণাম শুভ হবে না। ভোটারবিহীন সরকারকে শুধু জনগণই নয়, শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত সব স্তরের শিক্ষার্থীরা বিশ্বাস করে না।’


শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ‘মন্ত্রীদের নির্দেশে আজকেও (শনিবার) দেশব্যাপী গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। কষ্ট দেয়া হচ্ছে সাধারণ মানুষদের। আন্দোলনরত শিক্ষার্থীরা এই গণপরিবহন বন্ধ করেনি। মূলতঃ পরিবহন সেক্টরে নৈরাজ্যকারীদের হুকুমেই পরিবহন বন্ধ রাখা হয়েছে।’


বিএনপি নেতা বলেন, ‘বিভিন্ন মোড়ে মোড়ে ছাত্রলীগ-যুবলীগ অশুভ উদ্দেশ্য নিয়ে অবস্থান করছে। সরকার সুদীর্ঘ বাহু বিস্তৃত করে শিশু-কিশোরদের আন্দোলনকে দমানোর এক মহাপ্রস্তুতি গ্রহণ করে চলেছে। তারপরও ছাত্রছাত্রীদের আন্দোলন বেগবান।’


খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করার পর তাকে সুচিকিৎসা না দেয়ায় প্রতিনিয়ত তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। গতকাল খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন। খালেদা জিয়া এখনো গুরুতর অসুস্থ।’



রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে সরকার নিষ্ঠুর নির্যাতনের নানামুখী পদক্ষেপ নিচ্ছে। দীর্ঘদিন থেকে তার ঠান্ডা, জ্বর সারছেই না। খালেদা জিয়া নানাবিধ রোগে আক্রান্ত হলেও তার ইচ্ছানুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। তাকে কষ্ট দিয়ে তিলে তিলে তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com