শিরোনাম
আগস্ট বাঙালির অশ্রু বির্সজনের মাস : মতিয়া
প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ১৯:৩৯
আগস্ট বাঙালির অশ্রু বির্সজনের মাস : মতিয়া
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শোকের মাস আগস্ট। এটি বাঙালি জাতির অশ্রু বির্সজনের মাস। শ্রদ্ধাসিক্ত বেদনার মাস। ১৫ আগস্টের শহীদদের উদ্দেশ্যে অশ্রু এবং বেদনা নিয়ে মাথা নত করে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জানাই।


শোকাবহ আগস্ট মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার যুবলীগের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ও শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


যুবলীগ চেয়ারম্যান মোহাম্মাদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে মতিয়া চৌধুরী আরো বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করেছে। তিনি বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী যুবলীগকে ধন্যবাদ দিয়ে বলেন, যুবলীগের নেতৃবৃন্দ গতানুগতিক রাজনীতির ধারার বাইরে গিয়ে আজকে প্রকাশনা ও চিত্র প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধুর কর্মময় জীবন আদর্শ তুলে ধরছে।


সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর দিন ১৫ আগস্ট। এ দিনে আমরা হারিয়েছি জাতির শ্রেষ্ঠ সম্পদ, আমাদের মহান শিক্ষক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকরা সেদিন শুধু জাতির পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। ওদের নির্মম বুলেট আমাদের মাঝ থেকে কেড়ে নেয় জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব, বঙ্গবন্ধু তনয় শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজী জামাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী বেগম আরজু মনি, বঙ্গবন্ধু মন্ত্রিসভার অন্যতম সদস্য কৃষক নেতা আব্দুর রব সেরনিয়াবাত, কর্নেল জামিলসহ অনেককে।


এ সময় আরো বক্তব্য দেন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, বেলাল হোসেন, আনোয়ারুল ইসলাম, মোতাহার হোসেন সাজু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, বদিউল আলম, ফজলুল হক আতিক, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, ডা. সাজ্জাদ হায়দার লিটন, আনোয়ার হোসেন, ইকবাল মাহমুদ বাবলু, জাকিয়া সুলতানা শেফালী, হাসিবুর রহিম বাচ্চু, নির্বাহী সদস্য রওশন জামির রানা, এন আই আহম্মেদ সৈকত, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, দক্ষিন ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও ঢাকা জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com