শিরোনাম
নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করা হবে : নাসিম
প্রকাশ : ১৭ জুলাই ২০১৮, ১৭:৫৬
নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করা হবে : নাসিম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত করছে।


তিনি বলেন, আমরা চাই সকল রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুক। এমনকি বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু তারাই নির্বাচন নিয়ে চক্রান্ত করছে।


মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


নাসিম বলেন, গত জাতীয় নির্বাচনে আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে বিএনপি- জামায়াতের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করেছিলাম আগামী নির্বাচনেও সেভাবে তাদের যে কোনো চক্রান্ত প্রতিহত করা হবে।


এ সময় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টি জেপি’র মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক রেজাউর রশিদ খান, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের সভাপতি মন্ডলীর সদস্য অসিত বরণ রায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, সামনে জাতীয় নির্বাচন। সংবিধান অনুযায়ী ক্ষমতা পরিবর্তনে নির্বাচনের বিকল্প কিছু নেই। নির্বাচন ছাড়া কোন দল দেশ পরিচালনায় অংশ নিতে পারে না।


তিনি বলেন, আমরা চাই বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের রায় গ্রহণ করুক। আশা করি আগামী নির্বাচনেও জনগণ উন্নয়ন ও অর্জনের পক্ষে নৌকা মার্কাকেই বিজয়ী করবে।
বিএনপি-জামায়াত রাজনীতিতে কোন ইস্যু না পেয়ে কোটা বিরোধী আন্দোলনের নামে মাঠে নেমেছে উল্লেখ করে নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে যাদের জন্য কোটা তারাই কোটা চায় না বলে উল্লেখ করে কোটা ব্যবস্থা না রাখার কথা ঘোষণা দিয়েছেন।


আন্দোলন কারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ধৈর্য্য ধরুন, একটি ব্যবস্থা বাতিল করে আরেকটি নতুন ব্যবস্থা চালু করতে সময়ের প্রয়োজন। মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে এ বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।


মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, কোটা আন্দোলনকে ব্যবহার করে কোনো মহল যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেজন্য দ্রুততার সঙ্গে প্রতিবেদন জমা দিন।


আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মোহাম্মদ নাসিম বলেন, কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে আগেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সমর্থন জানানো হয়েছে। তাদের নির্বাচনী প্রচারের জন্য তিনটি টিম গঠন করা হয়েছে। দিলীপ বড়–য়ার নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশন, শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশন এবং ফজলে হোসেন বাদশার নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশনে কেন্দ্রীয় ১৪ দল নির্বাচনী প্রচার-প্রচারণা চালাবে।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২১ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল তিনটায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়ন ও অর্জনের জন্য যে গণসংবর্ধনা দেওয়া হবে তাতে অংশ নেবে কেন্দ্রীয় ১৪ দল।


সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়।


এর আগে শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন মোহাম্মদ নাসিম।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com