শিরোনাম
বিএনপি'র সাথে সংলাপের প্রয়োজন নেই: খাদ্যমন্ত্রী
প্রকাশ : ১১ জুলাই ২০১৮, ২১:৩৩
বিএনপি'র সাথে সংলাপের প্রয়োজন নেই: খাদ্যমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সাথে আওয়ামী লীগের সংলাপের কোন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।


বুধবার সন্ধ্যায় সাভারের আমিনবাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে, এতে কোনো সন্দেহ নেই। বিএনপি আগামী নির্বাচনে না আসলেও বাংলাদেশে অনেক নির্বাচনমুখী দল আছে, তারা নির্বাচনে আসবে।


বিএনপি'র আন্দোলন করার কোনো সাংগঠনিক শক্তি নেই দাবি করে মন্ত্রী বলেন, দেশে আর কখনো তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার আসবে না। কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য দেশে মায়াকান্না শুরু করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসলে তাদের অস্তিত্ব টিকিয়ে থাকবে না।


খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের ইন্ধনে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনে বিএনপি-জামায়াতের শিক্ষার্থীরা মুখোশ পড়ে হামলা করেছে। সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির, সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী পলাশ প্রমুখ।


বিবার্তা/শরিফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com