শিরোনাম
খালেদাকে নিয়ে নির্বাচনে গেলে বিজয় নিশ্চিত: নজরুল
প্রকাশ : ০৭ জুলাই ২০১৮, ১৭:১০
খালেদাকে নিয়ে নির্বাচনে গেলে বিজয় নিশ্চিত: নজরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে নির্বাচন করলে বিজয় নিশ্চিত হবে। আর তাকে ছাড়া নির্বাচনে অংশ নিলে জনগণের কাছে প্রশ্নের জবাব দিতে দিতেই জান বের হয়ে যাবে।’


শনিবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর মহিলা দল উত্তরের বাড্ডা ও হাতিরঝিল থানার কর্মী সমাবেশ তিনি এসব কথা বলেন।


বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের জন্য গণআন্দোলন ও গণঅভ্যুত্থান অপেক্ষা করছে। আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। দলের স্থায়ী কমিটিতে কোনও ধরনের বিভেদ নেই। আমরা একসঙ্গে বসে সবসময় আলোচনার মাধ্যমে কাজ করছি। আপনারাও সবাই একসঙ্গে থেকে সিদ্ধান্ত নেবেন।’


নজরুল বলেন, ‘খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানের পরামর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করছি আমরা। নেত্রী আমাদেরকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক লড়াইয়ের নির্দেশ দিয়ে গেছেন। তার নির্দেশ আমরা অমান্য করছি না। শান্তিপূর্ণ মিছিলে যদি আমরা লাখো মানুষ একত্র করতে পারি, তাহলে সেই শক্তি দিয়েই আমাদের নেত্রীকে মুক্ত করতে পারবো। নির্বাচনে যারা জয়ী হওয়ার স্বপ্ন দেখেন, তাদেরকে মনে রাখতে হবে— সেই স্বপ্ন বাস্তবায়নের চাবিকাঠি আছে দেশনেত্রীর মুক্তিতে।’


সাবেক এই মন্ত্রী অভিযোগ করেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে চান না প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘এই দুনিয়ায় খালেদা জিয়াকে সবচেয়ে বেশি ভয় পান শেখ হাসিনা। কারণ উনি ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন। তখন জনগণ তাকে বাদ দিয়ে খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বানিয়েছিল। খালেদা জিয়া জীবনে যত নির্বাচনে অংশ নিয়েছেন, সবকটিতেই বিজয়ী হয়েছেন। শেখ হাসিনার সেই রেকর্ড নেই। তাই আমাদের নেত্রীকে ছেড়ে দিতে ভয় পাচ্ছেন তিনি। মুক্ত খালেদা জিয়াকে মোকাবিলা করার ক্ষমতা তার নেই।’


আওয়ামী লীগকে উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকে কেউ কেউ বলার চেষ্টা করে, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। আমার প্রশ্ন হলো, ক্যান্টনমেন্ট কি কোনও নিষিদ্ধ জায়গা? ভুলে যাবেন না, আওয়ামী লীগের জন্ম হয়েছে রোজ গার্ডেনে, যেখানে নর্তকীরা নাচানাচি করতো।’


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com