শিরোনাম
ছাত্রলীগে পদ প্রত্যাশীদের উদ্দেশে শেখ হাসিনার উপদেশ
প্রকাশ : ০৫ জুলাই ২০১৮, ০৩:৫৭
ছাত্রলীগে পদ প্রত্যাশীদের উদ্দেশে শেখ হাসিনার উপদেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী দুয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম এবং এর বাইরের সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ ও ঘোষণা করা হতে পারে। যাদের বাছাই করবেন সয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ছাত্রলীগের সম্মেলনের আগ থেকেই আলোচনায় ছিল সংগঠনে বহিরাগতদের অনুপ্রবেশ ও সিণ্ডিকেটের হস্তক্ষেপের বিষয়টি। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ছাত্রলীগের নতুন কমিটিতে পদ প্রত্যাশী ৩২৩ জন ছাত্র নেতার সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বুধবার রাত ৮ টার পরে ছাত্রলীগের পদ প্রত্যাশীদের সঙ্গে বসেন শেখ হাসিনা। আর এ বৈঠক চলে রাত ১১ টা পর্যন্ত। পুরো বৈঠকে ৩২৩ জন পদ-প্রত্যাশীর মধ্যে ২৫০ জনের বক্তব্য শুনেছেন তিনি। পদ-প্রত্যাশীর মধ্যে ২৫০ জনের বক্তব্য শোনার পর তাদের কিছু উপদেশ দেন দেশনেত্রী।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতাদের সংগঠনের নেতা নির্বাচন প্রক্রিয়া এবং বর্তমান নেতৃত্বের দুর্বলতার বিষয়গুলো আমলে নিয়ে বৈঠকে পদ প্রত্যাশীদের উদ্দেশ্যে বেশকিছু উপদেশ দেন।


আর সেগুলো হলো:


১. শুধু টাকা দিয়ে রাজনীতি হয়না, রাজনীতি করতে হলে মানুষের মন জয় করতে হবে।


২. রাজনীতি একা করা যায় না, সবাইকে নিয়ে করতে হয়।


৩. কর্মীদের তুচ্ছ বা অবজ্ঞা করে নয়, তাদের সম্মান করে নেতা হতে হয়। তারা যেন নেতার জন্য সবকিছু ত্যাগ করতে পারে।


৪. কাউকে বাদ দিলে শক্তি ক্ষয় হয় এবং তাকে সঙ্গে নিলে শক্তি বাড়বে।


৫. কেউ বিরোধিতা করলে, আগে বুঝতে হবে কেন সে বিরোধিতা করছে। বিরোধিতার কারণ না জেনে পাল্টা ব্যবস্থা নেয়া বোকামি।


৬. নেতা হতে গেলে আগে অন্যের কষ্ট বুঝতে হবে।


এছাড়া আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


প্রসঙ্গত, গত ১১ ও ১২ মে কেন্দ্রীয় ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ মে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করেন। পরদিন কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনার ওপর অর্পণ করা হবে।


বিবার্তা/রাসেল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com