শিরোনাম
ছাত্রলীগ নেতাদের গণভবনে ডাকলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ০১ জুলাই ২০১৮, ১৮:২৪
ছাত্রলীগ নেতাদের গণভবনে ডাকলেন প্রধানমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশী নেতাদের সঙ্গে বুধবার সন্ধ্যা ৬টায় গণভবনে কথা বলবেন।


ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ৩২৩ জনের বায়োডাটা বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর ডাকা হচ্ছে তাদের। গণভবনে ডেকে কথা বলেই ঘোষণা করা হবে ছাত্রলীগের নতুন নেতৃত্ব।


ছাত্রলীগের কমিটি নির্বাচন সম্মেলনে গঠিত প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান লিমন জানান, সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।


ছাত্রলীগের দফতর সম্পাদক দেলেয়ার হোসেন শাহজাদা এ বিষয়ে তার ফেসবুকে লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ৪ জুলাই সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ছাত্রলীগের শেষ আশ্রয়স্থল বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২৯তম জাতীয় সম্মেলনের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের সঙ্গে গণভবনে সরাস‌রি কথা বলবেন। যা একজন ছাত্রলীগ কর্মীর কাছে পরম পাওয়া। সভাপ‌তি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী যারা মনোনয়ন ফর্ম কিনেছেন শুধুমাত্র তাদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।


প্রসঙ্গত, গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের নেতৃত্ব বাছাইয়ে সময় নেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com