শিরোনাম
‘অন্যদের কাছে বিক্রি হবে না এমন কর্মী নিয়ে নামুন’
প্রকাশ : ২৮ জুন ২০১৮, ০০:১৮
‘অন্যদের কাছে বিক্রি হবে না এমন কর্মী নিয়ে নামুন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,অন্যদের কাছে বিক্রি হবে না এমন শক্ত কর্মী নিয়ে বিএনপিকে মাঠে নামুন। ঢালাওভাবে অভিযোগ না করে মাঠে শক্ত প্রার্থী বাছাই করে স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আসুন।


গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত ‘নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন খেলা হচ্ছে বিশ্বকাপে (ফুটবল), আসেন আমরা রাজনৈতিক খেলায় নামি। চলুন ফিল্ডে নামি। খেলা হবে মাঠে। দেখা যাবে কে জিতে? ঢাকায় বসে বড় বড় কথা বলে আসলে কোনো লাভ নাই। এতই যখন অভিযোগ, মাঠে শক্ত কর্মী নিয়ে নামুন। যারা অন্যদের কাছে বিক্রি হবে না। মাঠে শক্ত লোক নাই। নিধিরাম সর্দারের মতো খালি অভিযোগ করেন কেন?


লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে নাসিম বলেন, ২০০১ সালে রাষ্ট্রপতি শাহাবুদ্দীন আহমেদ ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের পর লেভেল প্লেয়িং ফিল্ড শব্দটি আলোচনায় এসেছে।


তিনি আরো বলেন, এই লেভেল প্লেয়িং ফিল্ড ইস্যুটি শুনলে মনে হয়, এটি আসলে সেমিনারের ভাষা। বাস্তবে আসলে এর কোনো সংযোগ নেই।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com