শিরোনাম
খালেদার জামিন আবেদনের শুনানি চলছে
প্রকাশ : ০৮ মে ২০১৮, ১২:১০
খালেদার জামিন আবেদনের শুনানি চলছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে।


প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এই শুনানি শুরু হয়।


এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। মেডিক্যাল সার্টিফিকেটও আমরা জমা দিয়েছি। আমরা আশা করি, খালেদা জিয়া আজ এ মামলায় জামিন পাবেন।


খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করে বক্তব্য উপস্থাপন করছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে উপস্থিত আছেন।


এর আগে শুরুতেই দুদক আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। বেলা ১১টা পর্যন্ত তা চলে। পরে বেলা ১১টার দিকে আদালত শুনানিতে বিরতি দেন। সাড়ে ১১টা থেকে আবার শুনানি শুরু হয়।


খালেদা জিয়ার পক্ষে আদালতে আছেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন ও মাহবুবউদ্দিন খোকন।


এদিকে আপিলের শুনানিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল ৮টা থেকে হাইকোর্ট এলাকায় পুলিশ নিরাপওা জোরদার করেছে।


এর আগে গত ১৯ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেন।


আদালতে শুনানির সময়ে আজ উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/জাকিয়া


>>খালেদা জিয়ার জামিন শুনানি আজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com