শিরোনাম
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলন বৃহস্পতিবার
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ১৭:২৫
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলন বৃহস্পতিবার
মহিউদ্দিন আহমেদ, মাহাবুব উল আলম সুমন ও এনামুল হাসান সম্রাট
মহিউদ্দিন রাসেল
প্রিন্ট অ-অ+

রাত পোহালেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হবে শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তর শাখার জাতীয় সম্মেলন।


বৃহস্পতিবার (২৬ এপ্রিল)সকাল ১০টায় রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এস জাকির হোসাইন। সম্মেলনে সভাপতিত্ব করবেন মহানগর উত্তর ছাত্রলীগের বর্তমান সভাপতি সৈয়দ মিজানুর রহমান।


আর এ সম্মেলনকে ঘিরে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। পদপ্রত্যাশীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে বেশ ব্যস্ত সময় পার করছেন। সবাই যার যার অবস্থান থেকে আওয়ামী লীগ হাইকমাণ্ডের সাথে শেষবারের মতো যোগাযোগ করার চেষ্টা করছেন।


এদিকে পদপ্রত্যাশীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ঢাকা মহানগর উত্তর অঞ্চল।তাদের কর্মীরা নেতার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। পদপ্রত্যাশীরাও দলের জন্য তাদের ত্যাগ ও ইতিবাচক বিষয়গুলো সামনে আনছেন।


মহানগর উত্তরের প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্রলীগের সহ-সভাপতি নুসরাত জাহান নূপুর বিবার্তাকে বলেন, এ শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ১০৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ৪৩ জন সভাপতি পদে এবং ৬৪ জন সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


এদিকে এবারে মহানগর ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে ভোটিং পদ্ধতিকে বাদ দিয়ে ‘সিলেকশন পদ্ধতি’কে গুরুত্ব দেয়া হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।


সিলেকশন পদ্ধতিকে কিভাবে দেখছেন জানতে চাইলে কয়েকজন পদপ্রত্যাশী একই সুরে বিবার্তাকে বলেছেন, সিলেকশন পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হলে সংগঠনের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত হতে পারেন।


তাদের বক্তব্য, এ পদ্ধতিতে নেতা নির্বাচন করলে জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ থাকে না। নেতারা তাদের ইচ্ছা অনুযায়ী পছন্দের ব্যক্তিকে পদে বসায়। এর নেতিবাচক প্রভাব পড়ে সংগঠনে। এছাড়া ব্যক্তিগত পছন্দ থেকে বিভিন্ন সময়ে নানা অপকর্মে জড়িতরাও নেতৃত্বে চলে আসে। এবার যারা মনোনয়ন ফরম কিনেছেন তাদের মধ্যেও অনেকের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রমে অদক্ষতা, কর্মীদের সঙ্গে দূরত্ব, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অতীতে ছাত্রলীগবিরোধী অবস্থানসহ নানা অভিযোগ রয়েছে বলেও জানান তারা।


মহানগর ছাত্রলীগের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ সাংবাদিকদের বলেন, আমাদের সব ধরনের (ইলেকশন ও সিলেকশন) প্রস্তুতি থাকবে। তবে যদি সবার পরামর্শ অনুযায়ী সমন্বয়ের মাধ্যমে হয়, তখন নির্বাচন না-ও হতে পারে।



নুরউদ্দিন রোকসার, মো. সাইফুল আলম মোল্লা ও সোহরাব শাহরিয়ার অভি


নেতৃত্ব দৌঁড়ে এগিয়ে যারা


ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগে নেতৃত্বের দৌঁড়ে এগিয়ে আছেন উত্তরের বর্তমান সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান সম্রাট, সহ-সম্পাদক সোহরাব শাহরিয়ার অভি, তথ্য ও গবেষণা সম্পাদক নুরউদ্দিন রোকসার, পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাইফুল মোল্লা, নগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সহ-সভাপতি মো. ইব্রাহীম, সহ-সভাপতি হোসেন রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি মাহবুবুল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক সালমান খান প্রান্ত, আদাবর থানার সভাপতি রিয়াজ মাহমুদ, তেজগাঁও থানার সভাপতি হেলাল রহমানসহ প্রমুখ।


উল্লেখ্য,২০১৫ সালের ২৮ মে ঢাকা মহানগর উত্তরের সম্মেলন শেষে ৩০ মে সৈয়দ মিজানুর রহমানকে সভাপতি ও মহিউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে শাখাটির ছয় সদস্যের কমিটি করা হয়। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর কমিটির মেয়াদ এক বছর। সেই হিসাবে ঢাকা মহানগর উত্তরের কমিটি অনেক আগ থেকেই মেয়াদোত্তীর্ণ।


বিবার্তা/রাসেল/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com