শিরোনাম
‘শেখ হাসিনার নেতৃত্বেই আলোকিত বাংলাদেশ’
প্রকাশ : ২৪ মার্চ ২০১৮, ১৬:২০
‘শেখ হাসিনার নেতৃত্বেই আলোকিত বাংলাদেশ’
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বেই আজ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি। বিশ্বে আজ আলোকিত বাংলাদেশের জয়জয়কার।


শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।


আসাদুজ্জামান কামাল বলেন, আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের স্বীকৃতি আসছে। বিশ্ব শেখ হাসিনাকে ‘স্টার অব দ্যা ইস্ট’, ‘মাদার অব দ্যা হিউম্যানিটি’, ‘চ্যাম্পিয়ান অব দ্যা আর্থ’সহ বিভিন্ন উপাধিতে ভূষিত করেছে। এমনকি বিশ্বের শ্রেষ্ঠ ১০০ প্রধানমন্ত্রীর মধ্যে ৪র্থ স্থানে অবস্থান করছেন শেখ হাসিনা। এটা এ দেশের জন্য, এদেশের মানুষের জন্য অনেক বড় স্বীকৃতি, অনেক বড় প্রাপ্তি।


বিএনপির উদ্দেশে আসাদুজ্জামান কামাল বলেন, আপনাদের এক নেতা বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এদেশ আরো আগে উন্নয়নশীল হতো। আবার রিজভী সাহেব উন্নয়নশীল স্বীকৃতির আনন্দ উৎসবকে ‘বিকৃত উৎসব’ বলেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের আমলে যদি এতই উন্নয়ন হয়, তাহলে দুর্নীতিতে কিভাবে আপনারা ৪ বার চ্যাম্পিয়ান হলেন? আপনাদের দলনেতা কিভাবে দুর্নীতিতে সাজা পায়?


শেখ হাসিনাকে সৎ আখ্যা দিয়ে আসাদুজ্জামান কামাল বলেন, শেখ হাসিনাকে দুর্নীতি স্পর্শ করতে পারেনি। কোনো দেশে শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় নি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির জনকের পরিকল্পনা অনুযায়ী তাঁর কন্যা শেখ হাসিনা এদেশকে চালাচ্ছেন। তাইতো এদেশ আজ উন্নতির চরম শিখরের দিকে যাচ্ছে। শেখ হাসিনা বেঁচে না থাকলে এদেশ আবার অন্ধকারে পরিণত হবে।


ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, যত সফল আন্দোলন সংগ্রাম হয়েছে, সেখানে ছাত্রলীগ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আজো এদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ছাত্রলীগকে রুখে দাঁড়াতে হবে। দেশের উন্নয়ন, শেখ হাসিনার অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। নির্বাচনকে ঘিরে যাতে কোনো প্রকার ষড়যন্ত্র করা না হয়, সে ব্যাপারে ছাত্রলীগকে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানান কামাল।


আলোকচিত্র প্রদর্শন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com