শিরোনাম
‘খালেদাকে সরকার নয়, আদালত জেল দিয়েছে’
প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৯:৪১
‘খালেদাকে সরকার নয়, আদালত জেল দিয়েছে’
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, খালেদা জিয়াকে সরকার নয়, আদালত জেল দিয়েছে। আওয়ামী লীগ চায় খালেদা জিয়া জেল থেকে বের হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেক।


শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রথম পূনর্মিলনী ও ৪৭তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।


ডেপুটি স্পিকার বলেন, পাঁচ জানুয়ারির মতো বিএনপি যদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় তাহলে তাদের অস্তিত্ব বাংলার মাটিতে টিকে থাকবে কিনা সন্দেহ আছে। তবে কে নির্বাচনে অংশ নিলো, আর কে নিলো না তাতে আওয়ামী লীগের কিছুই যায় আসে না। কারণ নির্বাচন সঠিক সময়ে হবে।


ফজলে রাব্বী মিয়া বলেন, পাঁচ জানুয়ারি নির্বাচন বানচাল করতে বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে ছিলো কিন্তু প্রধানমন্ত্রী কারো কাছে মাথা নত করেননি। আওয়ামী লীগ ভোটে বিশ্বাস করে তাই তারা নির্বাচন করেই ক্ষমতায় আসতে চায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করার কোনো ক্ষমতা বিএনপির নেই বলেও মন্তব্য করেন তিনি।


নবীনবরণ অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির আহবায়ক শহিদ হাসান সৈকতসহ আরো অনেকে।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com