শিরোনাম
জামিনে মুক্ত বিএনপি নেতা আমান-নাজিম
প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ২২:৪৭
জামিনে মুক্ত বিএনপি নেতা আমান-নাজিম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপির দুই নেতা। তারা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাকসুর সাবেক জিএস নাজিম উদ্দিন আলম।


মঙ্গলবার রাতে কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার থেকে এই দুই নেতা মুক্তি পান। তারা দুজন একইসাথে গ্রেফতার হয়েছিলেন।


আমান উল্লাহ আমানের ব্যক্তিগত সহকারী আব্দুস সোবহান স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।


গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মহাখালী ডিওএইচএস-এ নাজিম উদ্দিনের বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। রাজধানীর হাইকোর্টের সামনে প্রিজন ভ্যান থেকে কর্মী ছিনিয়ে নেয়া ও পুলিশের উপর হামলার পর থেকে প্রতিদিনই গ্রেফতার হন বিএনপির নেতাকর্মীরা। এর মধ্যে সর্বশেষ রাতে গ্রেফতার হন ৯০ এর ছাত্র আন্দোলনের এই দুই নেতা।


জানা যায়, সেদিন সন্ধ্যার পর থেকে নাজিম উদ্দীন আলমের মহাখালী ডিওএইচএস এর বাসা ঘিরে রাখে গোয়েন্দা পুলিশ। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।


এরপর শনিবার বিএনপির এই দুই নেতাকে আদালতে নেয়া হলে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। কিন্তু জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।


আমানের বিরুদ্ধে ২৩৭ টি ও নাজিম উদ্দিনের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে। এসব মামলায় জামিনে রয়েছেন তারা।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com