শিরোনাম
আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী : নৌমন্ত্রী
প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ০২:২৭
আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী : নৌমন্ত্রী
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। তাই আওয়ামী লীগ সারাদেশে উন্নয়নের কাজ করছে।


রবিবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীতে ফেরিঘাটসহ অন্যান্য স্থাপনার নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, বিএনপির আমলে খাদ্য আমদানি করতে হয়েছে, আর আওয়ামী লীগ খাদ্য রপ্তানি করছে। বিএনপি নাশকতা ও জঙ্গিবাদে বিশ্বাসী। সন্ত্রাস নাশকতা চালিয়ে তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল।


নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে বালাসী-বাহাদুরাবাদ নৌরুটে ফেরী সার্ভিস চালু হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শাসনামলে নদী খননের জন্য ৭টি ড্রেজার ক্রয় করেছিলেন। পরবর্তীতে নদী খননের জন্য কোনো সরকার উদ্যোগ গ্রহণ না করায় নদীগুলো ভরাট হয়েছে।


মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেমন নদীকে ভালবাসতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তেমনি ভালবাসেন। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই-বাছায়ের কাজ চলছে। তাই উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।


বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন ও মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু প্রমুখ।


বিবার্তা/জাকির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com