শিরোনাম
মনোনয়ন পত্রের ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৮
মনোনয়ন পত্রের ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারের এই নির্বাচনে নৌকার প্রার্থী হতে মনোনয়ন পত্রের ফরম সংগ্রহের আহবান জানিয়েছে আওয়ামী লীগ।


সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার রাত ৯টার মধ্যে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা) ইউনিয়ন, উপজেলা ও জেলা থেকে ৬ জন স্বাক্ষরিত (সভাপতি ও সাধারণ সম্পাদক) কমপক্ষে ৩ জনের নামের তালিকা কেন্দ্রে পাঠাতে হবে। যাদের নাম পাঠনো হবে শুধু তাদেরকেই দলীয় ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।


আবেদনপত্রের সাথে অবশ্যই প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সাংগঠনিক পরিচয় উল্লেখ করার নির্দেশনা দেয়া হয়েছে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com