শিরোনাম
‘মহাসড়কের মত ওবায়দুল কাদেরের বক্তব্যও বেসামাল’
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৩
‘মহাসড়কের মত ওবায়দুল কাদেরের বক্তব্যও বেসামাল’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথাবার্তা সড়ক-মহাসড়কের মতো বেসামাল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


রিজভী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন খালেদা জিয়া ছাড়াই বিএনপি নির্বাচনে যাবে। কিন্তু ওবায়দুল কাদের এমন তথ্য কোথায় পেলেন? মাঝে মাঝে তার কথা শুনে মনে হয় তিনি আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিরও নীতিনির্ধারক। সড়ক-মহাসড়কের মতো তার কথাবার্তাও বেসামাল। আমরা তাকে স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়া ছাড়া কোনো ভোট হবে না।


বিএনপি এ নেতা আরো বলেন, তার দলের চেয়ারপারসন খালেদা জিয়া নেতাকর্মী ও দেশের মানুষের অবিচ্ছেদ্য অংশ। খালেদা জিয়া মানেই আরেকটি বাংলাদেশ। তাকে বাদ দিয়ে দেশে আর কোনো নির্বাচন হবে না। মামলা হামলা সাজা দিয়ে হাত-পা বেঁধে কোনো চক্রান্তই খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া আটকাতে পারবে না। বিএনপিকে বাইরে রেখে ভোটের সব ষড়যন্ত্র নস্যাৎ হবে।


রিজভী বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ চক্রান্ত করছে আবারো বিএনপিকে বাইরে রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা ভোট করে ক্ষমতা দখল করতে। যাতে তাদের অবৈধ ক্ষমতার দখল দীর্ঘায়িত করতে পারে। আমরা সরকারকে বলতে চাই, খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে আর কোনো নির্বাচন হবে না।


তিনি বলেন, খালেদা জিয়ার জামিনকে আটকে রাখতে নানা ফন্দিফিকির ও কৌশল চালিয়ে যাচ্ছে সরকার। আজও তার রায়ের কপি পাওয়া যায়নি। তারা অপেক্ষা করছে প্রধানমন্ত্রী দেশে এসে কী নির্দেশনা দেন সেই জন্য।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আ হ ম আজম খান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ এবং নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম।


বিবার্তা/বিপ্লব/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com