শিরোনাম
দেশে আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন এরশাদ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫২
দেশে আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন এরশাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগাম নির্বাচন অনুষ্ঠিত হলে তার দল (জাতীয় পার্টি) প্রস্তুত বলেও তিনি জানান।


দলের বনানী কার্যালয়ে রবিবার সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এইচএম এরশাদ এ মন্তব্য করেন।


এরশাদ বলেন, এখন রাজনীতিতে অস্থির অবস্থা বিরাজ করছে। আমরা কিন্তু অস্থির নই। আমরা ভালো আছি। আমাদের ওপর অনেক কিছু নির্ভর করছে। জীবনে সুযোগ বারবার আসে না, আল্লাহ এবার সুযোগ দিয়েছেন, এ সুযোগ কাজে লাগাতে হবে।


বৈঠকে জোটের নেতাদের আগামী ২৪ মার্চের মহাসমাবেশ সফল করার অনুরোধ জানিয়ে বলেন, এই সমাবেশে লক্ষ লোক আনতে হবে। দেখিতে দিতে হবে জাতীয় পার্টি অনেক বেশি শক্তিশালী।


সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।


জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। প্রার্থী যাচাইবাছাই অনেক দূর এগিয়েছে। তৃণমুল থেকেও মতামত নেয়া হবে। আগামীতে বোর্ড বসে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। পাশাপাশি দক্ষিণ-পুর্ব এশিয়ার জোটের রাজনীতির সংস্কৃতিকেও মাথায় রাখা হচ্ছে বলে জানান জাপা মহাসচিব।


জাতীয় পার্টি একই সঙ্গে বিরোধীদল দাবী করলেও মন্ত্রিসভাতেও রয়েছে। বিষয়টি সাংঘর্ষিক কি না ? জবাবে মহাসচিব বলেন, উন্নয়নের স্বার্থে কখনো কখনো সরকারে থাকাটা বাঞ্ছনীয় হয়ে ওঠে। আমরা সংসদে কি রোল প্লে করছি সেটাও দেখার বিষয়।


বিএনপির নির্বাচনে যাওয়া না যাওয়ায় বিষয়ে নানার রকম গুঞ্জন চলছে। এ বিষয়ে জাপা মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যতদিন তারা ঘোষণা না দেয় ততদিন তারা নির্বাচনে আসছে, এটাই ধরে নেই। অপর প্রশ্নের জবাবে বলেন, সবদল নির্বাচনে অংশগ্রহণ করুক এটাই কাম্য। আমরা চাই দেশে একটি সূষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক।


সম্মিলিত জাতীয় জোটের বৈঠকে অংশ নেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, মেজর (অব.) খালেদ আখতার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, দলের যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা সউম আব্দুস সামাদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, ক্বারী মাও: আসাদুজ্জামান, বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)-এর প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com