শিরোনাম
ডিএনসিসির উপ-নির্বাচন নিয়ে এরশাদের শঙ্কা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১৭:৩০
ডিএনসিসির উপ-নির্বাচন নিয়ে এরশাদের শঙ্কা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে উপ-নির্বাচনে আমাদের ভালো দুজন প্রার্থী ছিলেন। কিন্তু ঘোষণার আগেই নির্বাচন স্থগিত করা হয়েছে।


নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করে এরশাদ বলেন, তিন মাস পর এ নির্বাচন নাও হতে পারে।


বুধবার জাপার বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের তালিকা ঘোষণার অনুষ্ঠানে উপ-পরিচালক (রাঙ্গামাটি সদর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরেটির অবসরপ্রাপ্ত, উত্তর বঙ্গ বৌদ্ধ পরিষদ সভাপতি উত্তম কুমার বড়ুয়ার জাপায় যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


এরশাদ বলেন, দু’দলের প্রতি মানুষের আস্থা নেই, কারণ দু’দলের শাসন আমল তারা দেখেছে। দেশের মানুষ এখন হানাহানি, গুম, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এগুলো দেখতে চায় না। মানুষ এখন শান্তি চায়, নিরাপত্তা চায়। মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার একমাত্র ভরশা জাতীয় পার্টি।
আমরা ক্ষমতায়ও যেতে পারি, যদি তোমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হও। দেশের মানুষ এখন শান্তি চায়, নিরাপত্তা চায়। দেশে পরিবর্তন আনতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ পেশাজীবী মানুষ দলে দলে এখন জাতীয় পার্টিতে যোগদান করছেন।


এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের।


পার্টির মহাসচিব বলেন, এরশাদ যেমন রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন তেমনি বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য বৌদ্ধ মন্দির, হিন্দু সম্প্রদায়ের মাঠ মন্দিরের উন্নয়নের জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃঞ্চের জন্মদিন জন্মাষ্টমীতে সরকারি ছুটি দিয়েছেন, পহেলা বৈশাখ সরকারি ছুটি দিয়েছেন। জাতীয় পার্টি কোনো সাম্প্রদায়িক দল নয়, উদার গণতান্ত্রিক পার্টি।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com