শিরোনাম
নারায়ণগঞ্জের ঘটনার তদন্ত হ‌চ্ছে: ওবায়দুল
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১৪:২৩
নারায়ণগঞ্জের ঘটনার তদন্ত হ‌চ্ছে: ওবায়দুল
বিবার্তা প্রতি‌বেদক
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ও দলীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে বুধবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


ওবায়দুল কা‌দের বলেন, আমি দুইজনকেই (আইভী ও শামীম ওসমান) ফোন করেছি। যেন এই ঘটনা বন্ধ করা হয়। নারায়ণগঞ্জের ঘটনার তদন্ত চলছে, যারাই জনসম্মুখে পার্টির ভাবমূর্তি ভায়োলেন্সের মাধ্যমে নষ্ট করেছে, যারাই দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। যারাই এ ব্যাপারে অপরাধী হোক তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।


তি‌নি বলেন, আমাকে যখন নারায়ণগঞ্জের পুলিশের এসপি ঘটনা জানান তখন আমি দুইজনকেই (সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান) ফোন করে বলেছি অনভিপ্রেত ঘটনা বন্ধ করতে। আমরা দুইপক্ষকেই ডাকবো এবং বিষয়টি খতিয়ে দেখবো। আমি শামীম ওসমানকে ফোন করবো কি মারামারি করতে ? আমি মারামারি বন্ধ করতেই ফোন করেছি। এই চর্চাটা বন্ধ করতে হবে। আজ সকালেও দুইজনের সাথে আমার কথা হয়েছে।


মন্ত্রী বলেন, ওখানে যদি অস্ত্রের ব্যবহার হয় এবং গোলাগুলি হয় তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। তিনি খোঁজ খবর নিচ্ছেন, তদন্ত করে এ বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আজ তাদের দুইজনকেই ডেকেছেন।


নারায়ণগ‌ঞ্জের ঘটনায় আওয়ামী লী‌গের ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়‌বে না জা‌নি‌য়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বড় দল। এখানে সমস্যাতো মাঝে মাঝে হয়। তাদের এ সমস্যায় সিটি করপোরেশনের শান্তিপূর্ণ পরিবেশও নষ্ট করেনি আমাদের বিজয়েও বাধা হয়নি। ভোট ব্যাংকেরও ক্ষতি হয়নি। তবে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত এবং অনাকাঙ্খিত। দলের অভ্যন্তরীণ কলহ জনসম্মুখে আসা খুবই খারাপ দৃষ্টান্ত হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে।


ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি খোঁজ খবর নিচ্ছি। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।


সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লী‌গের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, মহানগর দক্ষিণ আওয়ামী লী‌গের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।


‌বিবার্তা/ওরিন/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com