শিরোনাম
‌ডিএন‌সি‌সি : ম‌নোনয়ন ফরম জমা দি‌লেন আ.লীগের ১৮ জন ‌
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৮, ২১:৩৪
‌ডিএন‌সি‌সি :  ম‌নোনয়ন ফরম জমা দি‌লেন আ.লীগের ১৮ জন  ‌
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ভোট করতে আগ্রহী ব্যবসায়ী আতিকুল ইসলাম, আদম ত‌মি‌জি হক, সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবালসহ ১৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।


শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন থেকে তারা সংগ্রহ করে সোমবার সন্ধ্যার মধ্যে জমা দেন।


সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেয়া হয়। ২৫ হাজার টাকা দিয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন এই আঠারো জন।


দিনের শুরুতেই দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের কাছে মনোনয়ন ফরম জমা দেন নেতারা।


সকালে নেতাকর্মীদের নিয়ে নৌকার মিছিল নিয়ে রাসেল আশেকীর প্রথম ফরম জমা দেয়ার পর থেকে এক একে আঠারো জন জমা দেন।


বিকেল সাড়ে ৩টার দিকে হাজারেরও বেশি কর্মী-সমর্থক নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এসে আতিকুল ইসলাম মনোনয়ন ফরম জমা দেন।


এ সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সিসহ ব্যবসায়ী নেতারা আতিকুল ইসলামের সঙ্গে ছিলেন।


ব্যান্ড দলের বাজনার সঙ্গে কর্মীদের নিয়ে মনোনয়ন ফরম জমা দেন ঢাকা উত্তরের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান। এরপর বিকেলে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবেদ মনসুর মনোনয়ন ফরম জমা দেন। এসময় সমর্থকেরা পিকআপ ভ্যানে করে তার সঙ্গে আসেন।


মনোনয়ন ফরম জমা দেন জামান ভূঁইয়া, মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন, সাবেক অধ্যক্ষ গাজী আলমগীর, এফবিসিসিআইর পরিচালক হেলাল উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশ টুডের সম্পাদক জোবায়ের আলম, জেরিন সুলতানা কান্তা, শাহীন খান, আবুল বাসার, মো. জামান ভূঞা, মো. ওসমান গনি, সাবেক সংসদ সদস্য আসমা জেরিন জুমা, মমতাজ হাসান, সাবেক মেজর ইয়াদ আলী।


এ ছাড়াও সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল, হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক, শাহ আলম মনোনয়ন ফরম জমা দেন।


১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের শেষ দিন ছিল।


মঙ্গলবার ১৬ জানুয়ারি দলের স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত বোর্ড প্রার্থী ঠিক করবে।


আনিসুল হকের মৃত্যুতে শূন্য এই মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত।


তিন বছর আগে অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে আনিসুল হক বিজয়ী হয়েছিলেন। সম্প্রতি তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।


বিবার্তা/ওরেন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com