শিরোনাম
বর্তমানে গণতন্ত্রের কোনো স্পেস নেই: রিজভী
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৮, ১৪:০৮
বর্তমানে গণতন্ত্রের কোনো স্পেস নেই: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গণতন্ত্রের কোনো স্পেস নেই। এই স্বৈরাচারী সরকার লোক দেখানোর জন্য মাঝে মাঝে নির্বাচন নামক শিরোনাম ব্যবহার করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচন আদৌ হবে কী না জনমনে শঙ্কা সন্দেহ রয়েছে জেনেও বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়ে রিজভী বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন মানে ভোটারদের ভোটের অধিকার হরণ করা। তারপরও সংকোচিত গণতন্ত্রকে সম্প্রসারণ করতে আমরা যতটুকু সুযোগ পাচ্ছি আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনে অংশ নিচ্ছি।


জনগনের ভোটারাধিকার নিশ্চিত করতে উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান রিজভী।


বিএনপির এই নেতা বলেন, ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন আমরা দেখেছি। যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যেমনভাবে ২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দানবীয় কায়দায় ভোটাধিকার হরণ করা হয়েছিল। আজও যা দুঃস্বপ্ন হয়ে আছে।


এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com