শিরোনাম
ডেপুটি স্পিকারের নেতৃত্বে রওশনের বিদেশ সফরে বিব্রত জাপা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ১৭:৫০
ডেপুটি স্পিকারের নেতৃত্বে রওশনের বিদেশ সফরে বিব্রত জাপা
সায়েম হোসেন
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বিদেশ সফর নিয়ে জাপার এমপিদের ভেতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে।


দলীয় সূত্রে জানা গেছে, দেশের বাইরে এমপিদের বিভিন্ন সভা বা সেমিনারে অংশ নেয়ার জন্য স্পিকার বিরোধীদলীয় নেতার কাছে জাপা এমপিদের তালিকা চাইলে রওশন এরশাদ সবসময় নিজের এবং চারজনের নাম প্রস্তাব করেন। এতে প্রতিবারই সেলিম উদ্দিন ও রওশন আরা মান্নানের নাম থাকেই। পাশাপাশি তার জনসংযোগ কর্মকর্তার নামও দেন। এতে দলের অন্য এমপিরা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ।


জানা গেছে, সম্প্রতি জেনেভায় ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী। ওই সম্মেলনেও যোগ দেন রওশন এরশাদ।


যেখানে বিরোধী দলের নেতার স্ট্যাটাস ছায়া প্রধানমন্ত্রীর পদমর্যাদায়, সেখানে তিনি ডেপুটি স্পিকারের নেতৃত্বে যোগ না দিয়ে দলের অন্য এমপির নাম প্রস্তাব করতে পারতেন বলে মনে করেন জাপা এমপিরা।


সংসদ সূত্রে জানা গেছে, এর আগে গত বছরও আইপিইউ সম্মেলনে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে রওশন ও জাপার একই প্রতিনিধি দল জাম্বিয়া যান। যাওয়ার আগে রওশন জানতে পারেন স্পিকারের জন্য পাঁচতারা হোটেল বরাদ্দ করা হলেও তার জন্য সাধারণ মানের হোটেলের ব্যবস্থা করা হয়। পরে চিঠির মাধ্যমে বিষয়টি স্পিকারকে জানালে রওশনের জন্য উন্নত মানের হোটেলের ব্যবস্থা করা হয়।


২০১৪ সালে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনেও ডেপুটি স্পিকারের নেতৃত্বে রওশনসহ সেই সেলিম উদ্দিন ও রওশন আরা মান্নান জেনেভা যান।


এর আগে বাংলাদেশের রাজনীতিতে কখনো কোনো বিরোধীদলীয় নেতা স্পিকার বা ডেপুটি স্পিকারের নেতৃত্বে বিদেশ সফর করেননি। এ নিয়ে শুধু দলীয় এমপি নন, জাপার মাঠ পর্যায়েও দেখা গিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।


সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সাথে সাক্ষাত না করায় এমনিতেই বিব্রত দলের এমপিসহ তৃণমূল নেতারা।


সংসদ সূত্র থেকে আরো জানা যায়, বাজেটসহ জাতীয় ইস্যুতে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন রওশন। অথচ ইতিপূর্বে কোনো বিরোধীদলীয় নেতা সেখানে কোনো ব্রিফিং করেননি। সেখানে কেবল বিভিন্ন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিই সাংবাদিকদের ব্রিফ করে থাকে।


রওশনের যেহেতু একটি রাজনৈতিক দল আছে, তিনি সেই দলীয় কার্যালয়ে অথবা স্বতন্ত্র কোনো স্থানে সাংবাদিকদের ব্রিফ করতে পারেন, যেমনটি আগের বিরোধী দলের নেতারা করতেন। এর কারণ হিসেবে দলের নেতাকর্মীরা দলের সাথে রওশনের দূরত্বকেই দায়ী করছেন।


জাপার সংসদ সদস্য মো. নোমান এবিষয়ে বিবার্তাকে বলেন, বিষয়টি আমাদের নেত্রীই ভালো জানেন। সেলিম উদ্দিনকে হয়তো ম্যাডাম ব্যক্তিগতভাবে পছন্দ করেন। আর ম্যাডাম যেহেতু মহিলা তাই সফরকালে একজন মহিলা প্রয়োজন। এ কারণেই তিনি রওশন আরা মান্নানকে সাথে নিয়ে যান।


বিরোধীদলীয় নেতা নিজেই কেন বারবার বিদেশ সফর করেন- জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।


নাম প্রকাশ্যে অনিচ্ছুক জাপার অপর এক এমপি বিবার্তাকে বলেন, ম্যাডাম নিজেই এই বিদেশ সফরের নেতৃত্ব দেয়ার আমরা বিব্রত। তাছাড়া ম্যাডাম যদি একেকবার একেকজনকে বাইরে যাওয়ার সুযোগ করে দিতেন, তাহলে আমাদের অভিজ্ঞতা আরো বাড়তো।


তিনি বলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে নিজের সিনিয়রটি বজায় না রেখে বিদেশ সফর করায় আওয়ামী লীগের এমপিরাও আমাদের টিপ্পনি কাটে।


বিবার্তা/সায়েম/কাফী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com