শিরোনাম
‘জনগণ জানমালের নিরাপত্তা পেলেই বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণ হবে’
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:২৩
‘জনগণ জানমালের নিরাপত্তা পেলেই বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণ হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, দেশে শান্তি, স্থিতিশীলতা, দ্রব্য-মূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হলেই মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণ হবে।


তিনি বলেন, এদেশের শ্রেষ্ঠ সন্তানেরা দেশ মাতৃকার জন্য যে আত্মদান করে গেছেন- তাদের জীবনাদর্শ থেকে আমাদের শিক্ষাগ্রহণ করতে হবে।


বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।


হাওলাদার বলেন, এক সময় এই বুদ্ধিজীবীদের কবরস্থান অবহেলিত অবস্থায় পড়েছিল। জাতীয় পার্টি সরকারের আমলে রাষ্ট্রপতি এরশাদ এটি সংস্কার করে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ নেন।


তিনি আরো বলেন, আমরা দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের আত্মাদানের কথা কখনও আমরা ভুলতে পারি না। হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করেই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তার দু’দিন পরেই হানাদারদের চূড়ান্ত পতন ঘটে।


এসময় আরো বক্তব্য দেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু।


মহাসচিব বলেন, বিজয়ের প্রাক্কালে যাদেরকে হারিয়েছি, সেই বীর সন্তানদের অভাব কোনোদিন পূরণ হবার নয়। তাদের আত্মদানের শিক্ষা থেকেই আমাদের সবাইকে দেশ গড়ার অঙ্গীকার নিতে হবে।


পার্টির মহাসচিব বলেন, আজ আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই মাজারটির সংস্কার জাতীয় পার্টির সরকারের আমলেই করা হয়েছিল। এ রাস্তা, বেড়িবাঁধ, রোকেয়া স্মরণী, পান্থপথ, স্টেডিয়াম যদি কথা বলতে পারতো- তাহলে এরশাদের উন্নয়নের সাক্ষী দিত। ইতিহাস স্মরণ করে উন্নয়নের শপথ নিয়ে আগামী একাদশ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিন। পল্লীবন্ধু এরশাদকে দেশ পরিচালনার আরেকবার সুযোগ দিন।


হযরত শাহ আলী বোগদাদীর (র.) মাজারে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হয়।


এসময় কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রেসিডিয়াম সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরী এম.পি, ভাইস চেয়ারম্যান আলমগীর সিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, নুরুল ইসলাম ওমর এম.পি, ইয়াহইয়া চৌধুরী এম.পি, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ সেলিম, সামসুল হক, ফকরুল আহসান শাহজাদা, সম্পাদক মন্ডলীর সদস্য খোরশেদ আলম খুশু, মোঃ বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক এম এ রাজ্জাক খান, আবু সাঈদ স্বপন, সুমন আশরাফ, জাহাঙ্গীর আলম পাঠান, ডাঃ সেলিমা খান, গোলাম মোস্তফা, মাখন সরকার।



এসময় উপস্থিত ছিলেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা- মো. হেলাল উদ্দিন, নেওয়াজ আলী ভুইয়া, আবুল খায়ের, আলহাজ¦ মোহাম্মদ মোহিবুল্লাহ, মিজানুর রহমান মিরু, আব্দুস ছাত্তার, ফারুক আহমেদ, ফারুক শেঠ, হুমায়ুন কবির শাওন, মোহাম্মদ আলী খান, জাকির মৃধা, মাহফুজ মোল্লা, হামিদ হাসান, মোখলেছুর রহমান মঞ্জু।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com