শিরোনাম
শহীদ বুদ্ধীজীবিদের শ্রদ্ধা জানালেন খালেদা জিয়া
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:১০
শহীদ বুদ্ধীজীবিদের শ্রদ্ধা জানালেন খালেদা জিয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।


এর আগে সকাল ৯টায় রাজধানীর গুলশান-২ নম্বরের বাসা থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রওয়ানা দেন তিনি।


বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেন। খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।


এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশকে মেধা মননে পঙ্গু করার হীন উদ্দেশে চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে হানাদার বাহিনীর দোসররা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক বিজ্ঞানীসহ বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল।


এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।


বিবার্তা/বিপ্লব/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com