শিরোনাম
জেরুজালেম রক্ষায় জনগণকে জেগে ওঠার আহবান এরশাদের
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৬
জেরুজালেম রক্ষায় জনগণকে জেগে ওঠার আহবান এরশাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মুসলিমদের পুণ্যভূমি জেরুজালেম রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে ওঠার ও বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।


জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন।


এরশাদ বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত বাংলাদেশ কখনো মেনে নেবে না। এক বিন্দু রক্ত থাকতেও আমরা এটা মেনে নেব না।


তিনি বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন তা সমস্ত মুসলিম রাষ্ট্রকে ধ্বংসের পায়তারা। কিন্তু ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। কারণ ইসলাম আল্লাহর ধর্ম।


তিনি বলেন, জেরুজালেম হচ্ছে একটি পুণ্যস্থান। এখানে মুসলমানদের প্রথম কেবলা বায়তুল আকসা অবস্থিত। এখান থেকেই আল্লাহর সান্নিধ্য অর্জন করতে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) পবিত্র মিরাজে গমন করেন। এটাকে ইসরাইলের রাজধানী করার সিদ্ধান্ত একে অপবিত্র করার শামিল।


সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে কাকরাইল থেকে বিজয়নগর হয়ে মৎসভবনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।


বিক্ষোভপূর্ব সমাবেশে এরশাদ ছাড়াও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও বক্তব্য রাখেন।


সমাবেশে আরো উপস্থিত ছিলেন, দলের কো-চেয়ারম্যান জি.এম কাদের, প্রেসিডিয়াম সদস্য এম.এম সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাহিদুর রহমান টেপা, মুজিবুল হক চুন্নু এমপি, মশিউর রহমান রাঙ্গা এমপি, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মেজর খালেদ আখতার (অব.), উপদেস্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, শফিকুল ইসলাম সেন্টু, মোঃ নোমান এমপি, কাজী মামুনুর রশিদ, নাজমা আক্তার, সাবেক সচিব এম.এম নিয়াজ উদ্দিন, সম্মিলিত জাতীয় জোটের নেতা সেকেন্দার আলী মনি, মাওলানা, স.উ.ম আব্দুস সামাদ, অধ্যাপক এম.এম মোমেন, মাওলানা মাসুদ হোসেইন আল ক্বাদেরী, মাওলানা আব্দুল লতিফ, ইসলাম মহাজোট এর চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, জাপার ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, আলমগীর সিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, দিদারুল আলম দিদার, এমরান হোসেন মিয়া, সরদার শাহজাহান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, নুরুল ইসলাম ওমর এমপি, ইয়াহইয়া চৌধুরী এমপি, আশরাফ সিদ্দিকী, জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, আমির উদ্দিন আহমেদ ডালু, মো. ইসহাক ভূইয়া, আমির হোসেন ভূইয়া এমপি, মোবারক হোসেন আজাদ, ফকরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় দফতর সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক খুরশেদ আলম খুশু, মহিলা বিয়ষক সম্পাদক অনন্যা হুসেইন সৌসুমী, যুব বিষয়ক সম্পাদক বেলাল হোসেন যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, যুগ্ম প্রচার সম্পাদক শাহাদাৎ কবির চৌধুরী, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন, যুগ্ম তথ্য গবেষণা সম্পাদক সুমন আশরাফ। যুগ্ম-সাংগঠনিক সম্পাদক শারমিন পারভীন লিজা, সৈয়দা পারভীন তারেক, সালাউদ্দিন খোকা মোল্লা, এটিইউ শাহিন, অ্যাড. শাহিদা রহমান রিংকু, কেন্দ্রীয় নেতা মো. হেলাল উদ্দিন, কাজী আবুল খায়ের, সুজন দে, জয়নাল আবেদীন, লে. কর্ণেল সাব্বির আহমেদ, অ্যাডভোকেট আবু তৈয়ব, মাহমুদ আলম, মহিবুবুর রহমান খসরু, শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খান, শেখ মো. শান্ত, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, কৃষক পার্টির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মামুন, মহিলা পার্টির নেত্রী পার্টির ডা. সেলিমা খান, মনোয়ারা তাহের মানু, যুব সংহতির নেতা ফজলুল হক ফজলু, দ্বীন ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টির নেতা আবু সাঈদ স্বপন, আজিজুল হুদা সুমন, ওলামা পার্টির নেতা এস এম আল জুবায়ের, মাওলানা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা পার্টির আল-আমিন মুন্না প্রমুখ।



সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা থেকে বিপুল সংখ্যক কর্মী অংশ নেয়। বিশেষ করে শ্যামপুর-কদমতলী থেকে দলের কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার হোসেন, মো. ইব্রাহীমের নেতৃত্বে বিপুল সংখ্যক কর্মী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।


দীর্ঘদিন পর জাপার সমাবেশে এরশাদের উপস্থিতির কারণে নেতাকর্মীরা ছিলেন উজ্জীবিত। দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com