শিরোনাম
‘৪৭ বছর পর বঙ্গবন্ধুর কথাই বিশ্ব ঐতিহ্য হলো’
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৭, ১৭:০৬
‘৪৭ বছর পর বঙ্গবন্ধুর কথাই বিশ্ব ঐতিহ্য হলো’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ওয়ার্ল্ডস ডকুমেন্টারী হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়ায় ১৮ নভেম্বর নাগরিক সমাবেশ হবে। সেই সমাবেশে যোগদানের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রস্তুতি সভা করেছে।


শুক্রবার সকাল ৯টায় বঙ্গবন্ধু এনিভিউস্থ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা হয়।


সভায় সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘৭ই মার্চের ভাষণে আসলে বুকে জমা কথাগুলোই বলেছিলেন মুজিব। এ ক্ষেত্রে তাঁকে নিজের ওপর ভরসা রাখার পরামর্শ দিয়েছিলেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব। আজ ৪৭ বছর পর তা হয়ে উঠেছে সমগ্র দেশ ও জাতির গৌরবের সম্পদ এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর বিশ্ব ইতিহাসের প্রামাণ্য দলিল। তাই সময়ের সীমানা পেরিয়ে ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা। এ ভাষণ সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে বজ্রতুল্য ঘোষণা। ৭ মার্চের ভাষণ এখন বিশ্ব সম্পদ। বিশ্বব্যাপী গবেষণা হবে। তরুণ সমাজের জ্ঞান অন্বেষণে মনে স্থান পাবে।’


তিনি বলেন, ‘৭ মার্চের ভাষণ একটি নিরস্ত্র জাতিকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করে। মাত্র ১৯ মিনিটের ১০৯৫ শব্দের একটি ভাষণ রচনা করল নতুন ইতিহাস। অমর কবিতা হয়ে ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। পৃথিবীর গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহ্য হলো। জাতির এই আনন্দক্ষণে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই ভাষণের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।’


সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, মোঃ আতাউর রহমান, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, মোহাম্মদ ইসলাম, শ্যামল কুমার রায়, মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য রওশন জামির রানা, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, রেকায়েত আলী খান নিয়ন, ডা: মাহফুজার রহমান উজ্জল, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিন সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com