শিরোনাম
ট্রাম্পের বিজয়ে আ.লীগ-বিএনপি-জাপার মিশ্র প্রতিক্রিয়া
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৬, ২০:০৪
ট্রাম্পের বিজয়ে আ.লীগ-বিএনপি-জাপার মিশ্র প্রতিক্রিয়া
জাহিদ বিপ্লব
প্রিন্ট অ-অ+

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নারী কেলেঙ্কারি, বিতর্কিত কর্মকা- ও মন্তব্য, বদমেজাজী, রাজনৈতিক জ্ঞানের অভাবসহ নানান অভিযোগকে উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়লেন তিনি। নির্বাচনের আগের দিনও কেউ কল্পনা করেননি ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন। অথচ হলেন তাই। এককথায় বিশ্বকে তাক লাগিয়ে হোয়াইট হাউস নিজের দখলে নিলেন ট্রাম্প।


ট্রাম্পের এই বিজয়ে বাংলাদেশের জনগণের পাশাপাশি দেশের শীর্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদসহ বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতারা বিবার্তার কাছে তাদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।


ট্রাম্পের বিজয় প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিবার্তাকে বলেন, ট্রাম্পের এই বিজয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এদেশের কিছু পচা মাল হিলারিকে সমর্থণ করেছিলো। আমি ট্রাম্পের এই বিপ্লবী জয়কে অভিবাদন জানাই।


তিনি বলেন, তার এই জয়ে এদেশে কিছুটা প্রভাব তো পড়বেই। তবে আমাদের সরকারের কোন সমস্যা হবে বলে আমার মনে হয় না। কারণ আমাদের সাথে জনগণ আছে। তবে কোন কোন পচা মাল বা পচা ডাক্তার, যারা হিলারির পক্ষে ইনভেস্ট করেছেন তাদের অসুবিধা তো হবেই।


পচা মাল বলতে কাকে বুঝাচ্ছেন জানতে চাইলে সুরঞ্জিত বলেন, ওই ডাক্তার না ডক্টর ইউনুসের কথা বলছি।


এবিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিবার্তাকে বলেন, এটা আমেরিকার নিজস্ব বিষয়। তার বিজয়ে আমরা তাকে অভিনন্দন জানাই।
তার বিজয়ে বাংলাদেশের রাজনীতিতে কোন প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিবার্তাকে বলেন, একটি গণতান্ত্রিক দেশে স্বচ্ছ ভোটের মাধ্যমে সে দেশের মানুষ তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। আমাদের দেশের মানুষ মনে করেছিলো হিলারি জয়লাভ করবেন, হয়ত তাদের মনের সাথে আমাদের মনের মিল ছিলো না। আমি আশা করবো, আমেরিকায় যেমন ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন ঘটেছে, আমাদের দেশেও এরকম ভোটের অধিকার পেলে বর্তমান সরকারেরও পরিবর্তন ঘটবে।


বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বিবার্তাকে বলেন, কেমন মানুষকে তারা নির্বাচিত করবে এটা আমেরিকার জনগণের বিষয়। তারা ট্রাম্পকে যোগ্য মনে করেছে বিধায় তাকে নির্বাচিত করেছেন।


বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় ট্রাম্পের বিজয়ে কোন প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, তাকে নিয়ে সারাবিশ্বে যে সকল সংবাদ প্রকাশিত হয়েছে তাতে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বই অস্থির থাকার কথা। তবে আমার মনে হয়, বাস্তবে এর ভিন্নতা ঘটবে। ট্রাম্প অবশ্যই বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।


তিনি বলেন, আমার অবাক লাগে আমেরিকার মতো একটি সচেতন রাষ্ট্রের জনগণ একজন কট্টরপন্থী লোককে কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত করলো!


ট্রাম্পের এই জয় সম্পর্কে প্রধান বিরোধীদল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বিবার্তাকে বলেন, আমরা আশা করি তার এই বিজয়ে তার নেতৃত্বে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে।


তিনি বলেন, নির্বাচন চলাকালীন রাজনীতিতে অনেক বক্তব্য ও অঙ্গীকারই আসে। বাস্তবে তা বাস্তবায়ন করা যায় না বা সম্ভব হয় না। আমেরিকায় যে প্রক্রিয়ায় সরকার পরিচালিত হয় সেখানে ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা প্রাধান্য পায় না। সেখানে প্রেসিডেন্ট যে কোন সিদ্ধান্ত নিতে পারেন না। কাজেই বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অথবা অভ্যন্তরীণ বিষয়সমূহে বড় কোন পরির্তন আসবে বলে আমি মনে করি না।


জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বিবার্তাকে বলেন, দেশের উন্নয়নে, কল্যাণে ও নির্মাণের ক্ষেত্রে একজন সফল নির্মাতা এবং ধনাঢ্য ব্যবসায়ি হিসেবে তার পরামর্শ আমরা কাজে লাগাতে পারবো।


তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনার মধ্যদিয়ে বাংলাদেশ ও আমেরিকার বন্ধুত্ব আরো গভীর ও নিবিড় হবে বলে আমি বিশ্বাস করি। এটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, যিনি নির্বাচিত হবেন তাকে পরাজিত প্রার্থী বা দল অভিবাদন জানালে দেশ বা সেই ব্যক্তিই সমাদৃত হবেন।


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বিবার্তাকে বলেন, আমি মনি করি আমেরিকাবাসী ভোট দিয়ে তাদের যোগ্য নেতাকেই বেছে নিয়েছেন। তার এ জয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় পরিবর্তন আসবে বলে আমি মনি করি না। কারণ তাদের সরকার পরিবর্তন হলেও নীতির কোন পরিবর্তন হয় না।


জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিবার্তাকে আমেরিকার নির্বাচন সম্পর্কে বলেন, আমেরিকানরা তাদের পছন্দের লোককে রাষ্ট্রপতি নির্বাচিত করেছে। আমি ও আমার দলের পক্ষ থেকে তাকে এবং আমেরিকাবাসীকে অভিনন্দন জানাই। আমেরিকানরা আগের মতই তাদের পররাষ্ট্রনীতি অব্যাহত রাখবে বলে আমার ধারণা।


কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী আক্ষেপ করে বিবার্তাকে বলেন, বিশ্বের কোটি কোটি মানুষ আমেরিকার নির্বাচনের এই ফলাফল দেখে মর্মাহত হয়েছে। আসলে আমেরিকার নির্বাচন বুঝা বড় মুশকিল। এখানে জরিপ এমনভাবে নিষ্ফল হয়েছে যারা নির্বাচনপূর্ব জরিপ করেন তাদেরও এখানে প্রচন্ড ব্যর্থতা রয়েছে। তবে আমি আশা করি বিশ্বময় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প পজেটিভ ভূমিকা রাখবেন।


বিবার্তা/বিপ্লব/কাফী/হুমায়ু্ন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com