শিরোনাম
দেশের সব প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে : রিজভী
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ১৪:৩৩
দেশের সব প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে : রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সব প্রতিষ্ঠানগুলো এখন ধ্বংসের মুখে। সবচেয়ে বেশি নৈরাজ্য চলছে শিক্ষাখাতে। দলীয়করণ করে শিক্ষার মান ধ্বংস করা হচ্ছে। ঢাবিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে ঘুষ বাণিজ্য।


রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


রিজভী বলেন, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে কোমলমতি শিক্ষার্থীদের নৈতিকতা ধ্বংস করার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার।


তিনি বলেন, বিগত ১০ বছর ধরে প্রশ্ন ফাঁসে যে ক্ষমতাসীনরা জড়িত, তার উজ্জল দৃষ্টান্ত হলো গত শুক্রবার ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক রানা, হল শাখার নাট্য সম্পাদক মামুনসহ ১৫ জন গ্রেফতার। এতে প্রমাণিত হলো দেশজুড়ে সকল প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির মূল হোতা আওয়ামী লীগ ও তার দলের লোকেরা।


বিএনপি ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে-ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, তাহলে কি আবারও ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন বাস্তবায়ন করতে আপনারা ইসিকে আওয়ামী মার্কা নির্বাচন করার প্রচেষ্টায় মশগুল।


প্রধান নির্বাচন কমিশনার অতীতে যাই করুন না কেন, এখন জনমতের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে পারলে ইতিহাসে তার স্থান ইতিবাচক হবে বলেও মন্তব্য করেন রিজভী।


বিবার্তা/বিপ্লব/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com