শিরোনাম
আদালতের প্রতি বিএনপির শ্রদ্ধা নেই : কা‌দের
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৭, ১৩:০৯
আদালতের প্রতি বিএনপির শ্রদ্ধা নেই : কা‌দের
‌বিবার্তা প্রতি‌বেদক
প্রিন্ট অ-অ+

আদালতের প্রতি বিএনপির শ্রদ্ধা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতির মাধ্যমে প্রমাণিত হয় তাদের আইনের প্রতি শ্রদ্ধা নেই।


শুক্রবার সকালে রাজধানীর গুলশানের ইউথক্লাবে মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।


বৃহস্পতিবার বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস প্রাঙ্গণে খালেদা জিয়ার মামলার বিষয়ে বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতি করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।


বিএনপি নেত্রী খালেদা জিয়া বারবার আদালতের কাছ থেকে সময় নিয়ে আদালতকে হেনস্তা করছেন বলেও মন্তব্য করেন কাদের।


তিনি বলেন, ‘বারে বারে আদালতে অনুপস্থিত থেকে, বারে বারে আদালতের কাছ থেকে সময় নিয়ে তিনি (খালোদা জিয়া) বিচার কাজকে বিলম্বিত করছেন, আদালতকে হেনস্তা করছেন। গতকাল ওনার দলের আইনজীবীদের হাতাহাতি প্রমাণ করে তাদের আইনের প্রতি শ্রদ্ধা নেই। তারা ক্ষমতায় গেলে কি অবস্থা হবে সেটা আপনারা বুঝতে পারছেন।’


দেশের অনেক সংবাদ মাধ্যম আওয়ামী লীগের প্রতি সুবিচার করছে না এমন অ‌ভি‌যোগ ক‌রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নেতাকর্মীরা সংবর্ধনা জানিয়েছে, সংবর্ধনায় আমাদের কোন নেতাকর্মী কি রাস্তায় এসেছে? কেউ রাস্তায় এসেছে? তাদের(বিএনপির) যা উপস্থিতি এর চেয়ে বেশি ছিল আমাদের মহিলা উপস্থিতি। তারপরও কেউ রাস্তা অবরোধ করে স্লোগান তুলে আমাদের নির্দেশ কেউ অমান্য করেন নি।’


তি‌নি ব‌লেন, অথচ ঐদিন বিএনপির নেতাকর্মীরা এমন এক অরাজকতা, রাস্তা দখল করে মিছিল করেছে, বিশৃঙ্খলা করেছে, এরা ক্ষমতা পেলে কি করবে? এটা দেশের জনগন গতকাল হাড়ে হাড়ে উপলব্ধি করেছে।’


তি‌নি আরো ব‌লেন, ‘কারো কারো বেলায় জনদুর্ভোগকেও তারা গ্রাহ্য করেন না, আওয়ামী লীগ হলে বলে লীগ দুর্ভোগ সৃষ্টি করেছে। আওয়ামী লীগের বেলায় পান থেকে চুন খসলে বিশাল নিউজ আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি সংবাদিকতা করেছি, আমি কখনো মিডিয়াকে আক্রমণ করে কথা বলি না, শুধু বলবো সুবিচার করবেন। আমাদের প্রশংসা লিখবেন, সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা শুদ্ধ করে। পক্ষপাতিত্ব করা এটা বোধহয় সঠিক নয়।’


সাংবাদিকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি আরো ব‌লেন, ‘পরশু দিন যে জনদুর্ভোগ হলেও সেটাকে অনেকেই চেপে গেছেন। এটাতো সুবিচার নয়, এটাতো বস্তুনিষ্ট সাংবাদিকতা নয়, এটাতে আমার একটু কষ্ট লাগলো সেজন্য বলেছি।’


নির্বাচন কমিশনের কাছে দেওয়া আওয়ামী লীগের প্রস্তাবে সেনাবাহিনী মোতায়নের বিরোধীতা আওয়ামী লীগের ছিল না বলেও দাবি করেন কাদের।


তিনি বলেন, আমরা কখনো বলিনি, আমরা সেনাবাহিনী মোতায়নের বিরুদ্ধ, আমরা বলেছি অ্যাক্ট অনুযায়ী নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার যদি মনে করে, তাহলে আইন অনুযায়ী সেনাবাহিনী মোতায়ন করবে। আমরা কখনো বলি নি যে সেনাবাহিনী মোতায়ন করা যাবে না।


‌বিবার্তা/ওরিন/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com