শিরোনাম
বর্তমান সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মান্না
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৭, ১৭:২৪
বর্তমান সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মান্না
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, যে সরকারের শাসনব্যবস্থায় বিচার বিভাগের অবস্থা প্রশ্নবিদ্ধ, প্রধান বিচারপতি নিরাপদ নয়, সেই সরকার ক্ষমতায় থাকাকালে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব?


এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, আগামীতে দেশে সুষ্ঠু নির্বাচন করতে চাইলে নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।


বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্য আয়োজিত ‘নির্বাচনী সংলাপ ও গণতন্ত্র’ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, নাগরিক ঐক্য মনে করে দেশের বর্তমান এই অবস্থার মূলে আছে ২০১৪ সালে নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে অর্জিত অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা। সে কারণে আমরা বিশ্বাস করি আগামী সংসদ নির্বাচনটি যদি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণ মূলক না হয়, তবে সেটা আমাদের প্রায় ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে একেবারেই ধসিয়ে দেবে।


এস এম আকরাম বলেন, আমরা এই মুহূর্তে এমন একটা সরকার দ্বারা শাসিত হচ্ছি, যেটা নির্বাচিত হয়েছিল নির্বাচনের আগেই।


সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলুল হক সরকার, শেখ দেলোয়ার হোসেন, জাহিদুর রহমান, শহীদ উল্লাহ কায়সার প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com